ad
ad

Breaking News

Rahul Gandhi

কেন আগে জানানো হয়নি? রাহুলকে পাল্টা প্রশ্ন কমিশনের

বুধবার সাংবাদিক সম্মেলন করে তাঁর অভিযোগ, গত হরিয়ানা বিধানসভা নির্বাচনে ২৫ লক্ষ ভোটার ভুয়ো ছিল ২ কোটির মধ্যে।

rahul-gandhi-fake-voter-claim-ec-response

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগেরদিন বিস্ফোরক অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার সাংবাদিক সম্মেলন করে তাঁর অভিযোগ, গত হরিয়ানা বিধানসভা নির্বাচনে ২৫ লক্ষ ভোটার ভুয়ো ছিল ২ কোটির মধ্যে। এবার তার পাল্টা দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। সোনিয়াপুত্রের দিকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিল কমিশন। তাদের প্রশ্ন, যখন রাহুলের কাছে এত তথ্য ভুয়ো ভোটার নিয়ে, তাহলে আগে কেন জানানো হয়নি কমিশনে?

হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয় যে ভোট নিয়ে ২৩টি সরকারি অভিযোগ জমা পড়েছিল ২০২৪ সালের হরিয়ানা নির্বাচনের পর, যার মধ্যে বিচারাধীনের সংখ্যা ২২। আরও জানানো হয়েছে যে ১১৮০টি অভিযোগ করেছেন বিএলএরা স্থানীয় স্তরে। কমিশনের প্রশ্ন, এত কম সরকারি অভিযোগ কেন যদি ২৫ লক্ষ ভুয়ো ভোটার থাকে?

পাশাপাশি দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সূত্রের তরফ থেকে প্রশ্ন, “রাহুল গান্ধী কি সমর্থন করছেন এসআইআরকে? কারণ এর মাধ্যমেই তো বাদ দেওয়া হচ্ছে ভুয়ো, মৃত বা অন্য কোথাও চলে যাওয়া ভোটারদের। স্পষ্ট করে বলুন আপনি কি এটাকে সমর্থন করছেন না বিরোধিতা করছেন?” কমিশনের আরও প্রশ্ন, “যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে ভুয়ো ভোটার রয়েছে ২৫ লক্ষ, তাহলে এটা কেন ধরে নেওয়া হবে যে এরা সকলেই বিজেপিকে ভোট দিয়েছেন।” এবার দেখার যে সোনিয়াপুত্রের তরফ থেকে কি উত্তর দেওয়া হয় এই ব্যাপারে।