Bangla Jago Desk: আমাদের দেশে ভোট দেওয়ার অধিকার পাওয়া যায় ১৮ বছর বয়সে। তবে লোকসভা বা রাজ্যসভা ভোটে লড়তে গেলে বয়স হতে হয় ২৫ বছর। এবার এই দুই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার বয়স ২১ বছর করা হোক বলে দাবি উঠল সংসদে। এই দাবি তুলেছে আম আদমি পার্টি। দলের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার বলেছেন, সংসদীয় রাজনীতিতে যুবসমাজের প্রতিনিধিত্ব আরও বাড়ানোর জন্য ভোটে লড়ার বয়সসীমা ২৫ থেকে কমিয়ে ২১ করা হোক।
[ আরও পড়ুন: collapsed in Baguiati: বাগুইআটিতে ভেঙে পড়ল তিনতলা বাড়ি]
বাজেট বক্তৃতায় অংশ নিয়ে তিনি বলেন, মোট জনসংখ্যার মধ্যে ভারতে এখন সবচেয়ে বেশি সংখ্যক যুবক-যুবতী আছে। মোট জনসংখ্যার ৬৫ শতাংশের বয়স ৩৫ বছর। আর ৫০ শতাংশের বয়স ২৫ বছর বা তার কম। স্বাধীনতার পর দেশের প্রথম সাধারণ নির্বাচনে ২৬ শতাংশ সাংসদ নির্বাচিত হয়েছিল যুব সমাজ থেকে। এবারের নির্বাচনের সেই সংখ্যা নেমে এসেছে ১২ শতাংশে। অর্থাৎ, সংসদীয় রাজনীতিতে যুব সমাজের অংশগ্রহণ নামমাত্র। এই ধারায় বদল আনার জন্য লোকসভা ও রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বয়স কমিয়ে ২১ করার দাবি করেছেন আপ সাংসদ রাঘব চাড্ডা। যিনি এই মুহূর্তে রাজ্যসভায় কনিষ্ঠ সাংসদ।
এখন যুব সমাজ থেকে রাজনীতিতে অংশগ্রহণ অনেকটাই কমেছে। মেধাবীরা বিভিন্ন ক্ষেত্রে মেলে ধরছেন নিজেদের। এক্ষেত্রে বামা-মায়ের উৎসাহ থাকে বেশি। এই প্রসঙ্গে রাঘব চাড্ডা বলেছেন, “এখনও দেশের মানুষের মধ্যে ধারণা হয়েছে রাজনীতি একটি খারাপ পেশা। তাই বাবা ও মায়েরা সন্তানদের রাজনীতিতে পাঠাতে চান না। তাঁদের চিকিৎসক, ইঞ্জিনিয়র বা অন্য নামি পেশায় যেতে উৎসাহ দেন। এই ধারণা থেকে দেশকে মুক্ত করতে উদ্যোগ নিতে হবে।” যুব সমাজের প্রতিনিধি হয়ে এবার যুব সমাজকে সংসদীয় রাজনীতিতে আরও বেশি করে এগিয়ে আনার জন্য সওয়াল করলেন রাঘব চাড্ডা। তার জন্য ভোটে লড়ার বয়সসীমা কমিয়ে আনার দাবি করেছেন তিনি।