ad
ad

Breaking News

Uttar Pradesh

Uttar Pradesh: বিধায়কের বাড়ি থেকে উদ্ধার কিশোরীর ঝুলন্ত দেহ, পুলিশের অনুমান আত্মহত্যা

১৭ বছর বয়সি ওই কিশোরী সমাজবাদী পার্টির বিধায়কের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। সোমবার বিধায়কের বাড়ির চিলেকোঠার ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ।

Police investigation going on over recovery of a body of a girl from residence of Samajwadi Party MLA

প্রতীকী চিত্র

Bangla Jago Desk : সমাজবাদী পার্টির বিধায়কের বাড়ি থেকে উদ্ধার কিশোরীর নিথর দেহ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। বিধায়কের বাড়িতে পরিচারিকার কাজ করতেন ওই কিশোরী। ভাদ্রীর মালিকানা এলাকায় বিধায়কের বাড়ির ঝিলেকোঠার ঘর থেকে ওই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশের অনুমান ওই কিশোরী আত্মহত্যা করেছে। তবে ঠিক কি কারনে এই ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

[ আরও পড়ুন : Sandip Ghosh: আলিপুর আদালতে সন্দীপকে হাজির করাবে সিবিআই, কী নির্দেশ দেবেন বিচারক? ]

পুলিশের স্থানীয় সার্কেল অফিসার অজয় কুমার চৌহান জানিয়েছেন, মামদেব এলাকায় ওই কিশোরী বসবাস করতেন। বেশ কয়েক বছর ধরে কিশোরী বিধায়কের বাড়িতে পরিচারিকার কাজ করতো। কাজের সূত্রে বিধায়কের বাড়ির চিলেকোঠার একটি ঘরে তাকে থাকতে দেওয়া হয়েছিল। সোমবার তার ঘরের সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

সার্কেল অফিসার আরো জানান, সোমবার কিশোরীকে কাজের জন্য অনেকবার ডাকাডাকি করা হয়। দীর্ঘক্ষণ তাকে ডাকাডাকি করার পরেও কোন সারা শব্দ না মেলায় অবশেষে বিধায়কের পরিবারের সদস্যরা কিশোরীর ঘরের সামনে যান। ঘরের দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল। এরপর কোন হঠকারিতা না করে তারা সরাসরি পুলিশে খবর দেয়। খবর দেই কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখা যায় ওই কিশোরী ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফিলিং ফ্যানের মধ্যে ঝুলছে। এরপর পুলিশ ওই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করে। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। সার্কেল অফিসার বলেন, দুজন চিকিৎসকের উপস্থিতিতে ময়নাতদন্তের গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে।

[ আরও পড়ুন : Ranchi: ফের জুনিয়র ডাক্তারকে শ্লীলতাহানি! রাঁচিতে গ্রেফতার অভিযুক্ত ]

বিশিষ্ট এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই কিশোরীর বয়স ১৭। বিধায়কের বাড়িতে পরিচারিকার কাজ করা ঐ কিশোরী আত্মহত্যা করেছে। ভাদহী জেলার পুলিশ সুপার মীনাক্ষী কাত্যায়ন জানান, ” পুলিশ এবং ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। ডিউটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কারনে আত্মহত্যা, তা খুঁজে বার করতে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। কেন ওই কিশোরী আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে, তা তদন্তসাপেক্ষ। “