চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk : ভোটগ্রহণ শুরু হল জম্মু ও কাশ্মীরে। সকাল ৭টা থেকে তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আজ জম্মু ও কাশ্মীরে তৃতীয় তথা শেষ দফার বিধানসভা ভোট। ৯০টি আসনের মধ্যে তৃতীয় দফায় মোট ৪০টি আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ২৪টি আসন রয়েছে জম্মুর অন্তর্গত জম্মু, সাম্বা, কাঠুয়া এবং উধমপুর জেলায়। অপরদিকে বাকি ১৬টি আসন কাশ্মীর উপত্যকার বারমুল্লা এবং কুপওয়ারা জেলায়।
[ আরও পড়ুন : Daily Horoscope: সপ্তাহের প্রথম দিনে আচমকা অর্থলাভ হবে এই ৪ রাশির ]
এই তৃতীয় দফার ভোটে মোট ৪১৫ জন প্রার্থী রয়েছেন। ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে প্রায় পাঁচ হাজারেরও বেশি। তৃতীয় দফায় মোট ভোটার সংখ্যা প্রায় ৩৯ লাখ। একেবারে আঁটসাঁট নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ পর্ব। পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছে আধা সেনাও। বিভিন্ন কেন্দ্রে চলছে টহলদারি। যাতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয় তা নিশ্চিত করতে সব জায়গার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
কাশ্মীর উপত্যকার কারনা, বারমুল্লা, গুলমার্গ, ওয়াগুরা-কৃরি, পাট্টান, সোনাওয়ারি, বন্দিপোরা, ত্রেগাম, কুপওয়াড়া, লোলাব, হান্দওয়ারা, লাঙ্গাতে, সোপোর, রাফিয়াবাদ, উরি এবং গুরেজ়ে ভোটগ্রহণ চলছে। এছাড়াও জম্মুর রামগড়, সাম্বা, বিজয়ুুর, বিষ্ণা, সুচেতাগড়, আরএস পুরা, জম্মু দক্ষিণ, বাহু, জম্মু পূর্ব, নাগ্রোতা, জম্মু পশ্চিম, জম্মু উত্তর, মাড়, উধমপুর পশ্চিম, উধমপুর পূর্ব, চেনানি, রামনগর, বানি, বিল্লাওয়ার, বাসোলি, জাসরোতা, কাঠুয়া, হিরানগর, আখনু এবং ছাম্বে ভোটগ্রহণ চলছে।
[ আরও পড়ুন : পুজোর সময় দুর্গতদের পাশে সর্বোতভাবে দাঁড়াতে হবে,মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ]
প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফার নির্বাচনে প্রায় ৫৭.৩ শতাংশ ভোট পড়েছিল। মঙ্গলবার সকাল থেকে তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে।