ad
ad

Breaking News

Operation Sindhu

Operation Sindhu: অপারেশন সিন্ধুর জয়, ইরান ফেরত পড়ুয়াদের ‘ভারত মাতা কি জয়’ স্লোগান

দুইদিনে প্রায় কয়েকশো ভারতীয়র দেশে ফেরায় সাফল্য মিলছে অপারেশন সিন্ধু।

Operation Sindhu: Hundreds of Indians Evacuated

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ইরান থেকে দেশে ফিরছেন ভারতীয়রা। দুইদিনে প্রায় কয়েকশো ভারতীয়র দেশে ফেরায় সাফল্য মিলছে অপারেশন সিন্ধু। শনিবার সকালেও দিল্লি বিমান বন্দরে শতাধিক ভারতীয়কে নিয়ে নেমেছে এয়ার ইন্ডিয়ার বিমান। দেশের মাটি ছুঁতেই ভারত মাতা কি জয় স্লোগানে মুখরিত হন সকল ভারতীয় পড়ুয়ারা। (Operation Sindhu)।

আরও পড়ুন: Foreign Tourists Visit West Bengal: পর্যটনের ডেস্টিনেশন বাংলা, ৬ মাসে রাজ্যে ২৭ লক্ষ বিদেশি পর্যটক জানালেন পর্যটনমন্ত্রী

ক্রমশই ইরানে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বেগ তুঙ্গে উঠছিল ইরান ইজরায়েলের মধ্যে এই যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে। এর মাঝেই যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে গত বুধবার নয়াদিল্লি শুরু করেছে অপারেশন সিন্ধু। ভারতীয় পড়ুয়াদের নিয়ে এই বিমান প্রথমবার শুক্রবার রাত ১১ টা নাগাদ অবতরণ করেছিল নয়াদিল্লিতে। ২৯০ জন যাত্রী উপস্থিত ছিলেন সেই বিমানে। শনিবার সকালে নামল আরও একটি বিমান। এদিন সন্ধে আরও একটি বিমানের অবতরণের খবর রয়েছে। সূত্রের খবর দিল্লি থেকে রাজ্য সরকারের উদ্যোগে ওই সমস্ত পড়ুয়াদের নিজের জেলায় পাঠানোর ব্যবস্থা করা হবে বলে খবর রয়েছে (Operation Sindhu)।

Bangla Jago fb Page: https://www.facebook.com/share/193NB43TzC/

পড়ুয়া ও তীর্থযাত্রীদের নিয়ে এখনও পর্যন্ত প্রায় হাজার খানেক পড়ুয়ার ইরানে আটকে থাকার খবর মিলেছে। বুধবার এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জেনানো হয়, প্রাথমিকভাবে ১১০ জন পড়ুয়াকে যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে ভারতে ফিরিয়ে আনা হয়। একইসঙ্গে শুক্র ও শনিবার মিলিয়ে বেশিরভাগ পড়ুয়ারই দেশের মাটিতে পা রাখার আশা প্রকাশ করেছিলেন মন্ত্রক। প্রাথমিকভাবে ইরানের আকাশসীমা বন্ধ থাকার কারণে সমস্যা হচ্ছিল ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর ক্ষেত্রে। বর্তমান স ময়ে ভারতের জন্য আকাশসীমা খুলে দিয়েছে ইরান। যার জেরে বাকি ভারতীয়দেরও দ্রুতই সেখান থেকে দেশে ফেরানো সম্ভব বলেই আশা করা হচ্ছ (Operation Sindhu)।