ad
ad

Breaking News

Odisha

মাঝ রাস্তায় ব্যবসায়ীর টাকা লুট! ওড়িশার ঘটনায় চাঞ্চল্য

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কোরাপুট জেলায়। কাজ সেরে ব্যবসায়ী নিজের বাড়িতে ফিরছিলেন কোটপাড়-কুন্দুরার রাস্তা দিয়ে নিজের গাড়ি করে।

Odisha, Businessman Robbed: Huge Cash Loot Sparks Tension

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: প্রকাশ্য দিবালোকে এক লুটের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিজেপি শাসিত ওড়িশায়। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টা নাগাদ। এক ব্যবসায়ীর গাড়ি রাস্তার মাঝে থামিয়ে দেওয়া হয় এবং তারপর লক্ষ লক্ষ টাকা লুটে নেওয়া হয় বলে অভিযোগ। পুরো বিষয়টি নিয়ে যেমন উত্তেজনা ছড়িয়েছে, তেমনি আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই এলাকার বাসিন্দাদের মধ্যে (Odisha)।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কোরাপুট জেলায়। কাজ সেরে ব্যবসায়ী নিজের বাড়িতে ফিরছিলেন কোটপাড়-কুন্দুরার রাস্তা দিয়ে নিজের গাড়ি করে। যেই ব্যাগ তিনি গাড়ি করে নিয়ে যাচ্ছিলেন, তাতে ছিল প্রায় ১০ লক্ষ টাকা। একটি ব্রিজের কাছে তাঁদের গাড়ির গতিবেগ কমে এবং তখনই তাঁর পথ আটকায় দুষ্কৃতীরা। ব্যবসায়ীর তরফ থেকে পুলিশকে জানানো হয় যে সেই দুষ্কৃতীরা আসে দুটি বাইক ও একটি গাড়ি করে এবং সকলের মুখেই মাস্ক ছিল। এরপর বন্দুক দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা। ব্যবসায়ীর অনুমান, তারা পালায় কোটপাড় ও কুন্দুরার মাঝের জঙ্গলের দিকে (Odisha)।

অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমেছে পুলিশ। তাদের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। পুলিশের অনুমান, ব্যবসায়ী যে গাড়িতে করে টাকা নিয়ে যাচ্ছিল, সেই খবর দুষ্কৃতীদের কাছে আগে থেকেই ছিল এবং তাই তারা পিছু নিয়েছিল গাড়ির (Odisha)।