চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই নড়েচড়ে বসেছে এনডিএ জোট। আসন-বণ্টন নিয়ে জোটের শরিক দলগুলির মধ্যে শুরু হয়েছে দড়ি টানাটানি। সূত্রের খবর, বিজেপি এবং জেডিইউ এবার সমান সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে, এনডিএ-র শরিক হিন্দুস্তান আওয়াম মোর্চা (এইচএএম)-এর নেতা জিতনরাম মাঝি জানিয়েছেন, তাঁর দলকে অন্তত ১৫টি আসন দিতে হবে, নইলে তারা ভোটে লড়বেন না। জানা গিয়েছে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাঝি বলেছেন, ‘ আমরা এনডিএ নেতৃত্বের দ্বারস্থ হয়েছি, কারণ আমরা অপমানিত বোধ করছি (NDA Bihar)।
আরও পড়ুনঃ এত ভয় আমাদের? বিমানবন্দরে হওয়া হেনস্থা নিয়ে বিজেপিকে কী বললেন কুনাল?
আমাদের সম্মানজনক সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হোক। যদি তা না হয়, তাহলে আমরা ভোটে লড়ব না। তবে এনডিএ-র সঙ্গেই থাকব, জোট ছাড়ব না। আমি মুখ্যমন্ত্রী হতে চাই না, শুধু চাই আমাদের দলকে মর্যাদা দেওয়া হোক।‘ তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী এ কথাও স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁরা এনডিএ শিবিরেই থাকবেন। সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নিজে জিতনরাম মাঝির সঙ্গে যোগাযোগ করে তাঁকে বোঝানোর চেষ্টা করছেন, যাতে জোটের ঐক্য বজায় থাকে (NDA Bihar)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
এদিকে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, বিজেপি এলজেপি প্রধান চিরাগ পাসওয়ানকে ২৫টি আসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বাকি আসনগুলির মধ্যে আরএলএম-কে ৬টি এবং জিতনরাম মাঝির এইচএএম-কে মাত্র ৭টি আসন দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে যদি চিরাগ পাসওয়ান এই প্রস্তাবে রাজি না হন, তাহলে বাকি দুই শরিক দলের ভাগে আসন আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে। নির্বাচনের আগে এমন টানাপোড়েনে স্বাভাবিক ভাবেই চাপ বাড়ছে এনডিএ জোটের উপর। এখন দেখার, জিতনরাম মাঝির দাবি মেনে জোটে শান্তি ফেরাতে পারে কি না বিজেপি নেতৃত্ব (NDA Bihar)।