চিত্র: প্রতীকী
Bangla Jago Desk: বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হত্যা ইস্যু নিয়ে এখনও তোলপাড় বঙ্গ রাজনীতি। এর মাঝে ফের এই ধরনের ঘটনা ঘটল। এবারের ঘটনাস্থল মুম্বাই (Mumbai)। এক মিস্ত্রির দেহ উদ্ধার হয় রেল লাইনের ধার থেকে। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে মৃত শ্রমিকের পরিবারের উপর। তাঁদের অভিযোগ, বাংলায় কথা বলার জন্য তাঁকে হত্যা করা হয়েছে।
জানা গিয়েছে, সেই মৃত পরিযায়ী শ্রমিকের নাম মুস্তাফা মিস্ত্রি (১৮) এবং তিনি বসিরহাটের সন্দেশখালি থানার দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। গত ৬ মাস আগে তিনি কাজে গিয়েছিলেন মুম্বাইতে। তবে গত ১০ দিন ধরে তাঁর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না, যা ঘিরে চিন্তা শুরু হয় তাঁদের। এর মাঝেই মৃত্যুর খবর আসে।
পরিবারের তরফ থেকে জানানো হয় যে তাঁরা জানতে পারেন যে মুস্তাফার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় মুম্বাইয়ের রেল লাইনের পাশ থেকে এবং তাঁকে মৃত ঘোষণা করা হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর। পরিবারের অভিযোগ, তাঁদের ছেলেকে হত্যা করা হয় বাংলায় কথা বলার জন্য এবং দাবি জানানো হয় অভিযুক্তদের কড়া শাস্তির। ঘটনার খবর পেয়ে এলাকায় যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও পুলিশ আধিকারিক।
এই প্রসঙ্গে সন্দেশখালি ২ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক বলেছেন, “এমন ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। আমাদের তরফ থেকে সবসময় চেষ্টা করা হবে পরিবারের পাশে থাকার।” শেষ খবর পাওয়া পর্যন্ত, মঙ্গলবার মৃত মুস্তাফা মিস্ত্রির কফিনবন্দি দেহ পৌঁছেছে সন্দেশখালির বাড়িতে।