ad
ad

Breaking News

মধ্যপ্রদেশের চিন্দওয়ারা

থানা থেকে হাপিস হচ্ছে মদ ও মাদকজাত দ্রব্য! চুপিসারে হানা দিচ্ছে চোরবাহিনী

Bangla Jago Desk: বাজেয়াপ্ত হওয়া মদ ও গাঁ*জা নিমেশের মধ্যে হাপিস হয়ে যাচ্ছে। তাও একেবার পুলিশের ওয়্যারহাউস থেকে। যা দেখে চক্ষু চড়কগাছ পুলিশের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের চিন্দওয়ারাতে। জানা যাচ্ছে, ওই এলাকায় সম্প্রতি তল্লাশি চালিয়ে একাধিক বেআইনি মদ ও মাদকজাত দ্রব্য বাজেয়াপ্ত করে ওই ওয়্যারহাউসে রাখেন পুলিশকর্মীরা। নতুন করে আবার যখন নেশার সামগ্রী উদ্ধার করে রাখতে […]

Bangla Jago Desk: বাজেয়াপ্ত হওয়া মদ ও গাঁ*জা নিমেশের মধ্যে হাপিস হয়ে যাচ্ছে। তাও একেবার পুলিশের ওয়্যারহাউস থেকে। যা দেখে চক্ষু চড়কগাছ পুলিশের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের চিন্দওয়ারাতে। জানা যাচ্ছে, ওই এলাকায় সম্প্রতি তল্লাশি চালিয়ে একাধিক বেআইনি মদ ও মাদকজাত দ্রব্য বাজেয়াপ্ত করে ওই ওয়্যারহাউসে রাখেন পুলিশকর্মীরা। নতুন করে আবার যখন নেশার সামগ্রী উদ্ধার করে রাখতে যায়, তখনই বিষয়টি সামনে আসে।

দেখে প্লাস্টিকের বোতলগুলির মুখ আটকানো রয়েছে, কিন্তু তাতে একফোঁটাও মদ নেই। প্রথমে তাঁরা ভাবেন তাঁদের থানারই কোনও কর্মী মদ ও গাঁ*জা চুরি করছেন। এরপর শুরু হয় তদন্ত, তবে বেশিদিন সময় লাগল না চোরকে ধরতে। জানা গেল, মদ ও মাদকজাতদ্রব্য খেয়ে নেশারু হয়ে উঠেছেন ইঁদুর বাবাজি। তিনি এবং তাঁর দল ৬০ থেকে ৬৫ টি বোতল সাবার করেছে। সেই সঙ্গে গাঁ*জার পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছে।

তারপরেই শুরু হল মূষিকবাহিনীকে আটক করার প্রক্রিয়া। ইতিমধ্যেই দলের মাথাকে খাঁচাবন্দি করে নিয়েছে পুলিশ। তবে তাঁর সাঙ্গপাঙ্গদের ধরা যায়নি। এক পুলিশকর্মী জানিয়েছেন, ওয়্যারহাউসটি দীর্ঘদিনের পুরোনো। তাই সেখানে ইঁদুরের রাজত্ব চলে। মাদকজাত দ্রব্য খাওয়ার পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ নথি কেটে দিচ্ছে ইঁদুর। তাই আপাতত তাঁরা টিনের বাক্সে বাজেয়াপ্ত গাঁ*জা ভরে রাখছেন। আর উচু র‌্যাকে নথি রাখা হচ্ছে।

Free Access