চিত্র : নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে নিয়েছে ভারত সরকার। প্রথমবার প্রকাশ করা হল মাসিক শ্রমশক্তি ও বেকারত্ব সংক্রান্ত পরিসংখ্যান। এই নতুন উদ্যোগ দেশের শ্রমবাজার পর্যবেক্ষণে তাৎক্ষণিক ও নিয়মিত তথ্যপ্রবাহ নিশ্চিত করবে বলে জানিয়েছে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক (MoSPI)।
প্রকাশিত তথ্যানুযায়ী, ১৫ বছর বা তার বেশি বয়সী জনগোষ্ঠীর মধ্যে ২০২৫ সালের এপ্রিল মাসে সার্বিক বেকারত্বের হার (UR) ছিল ৫.১ শতাংশ। পুরুষদের ক্ষেত্রে এই হার ৫.২ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে ৫.০ শতাংশ।
Unemployment rate at 5.1% in April, shows 1st monthly survey pic.twitter.com/yC302vea9c
— finance with lds (@financewith_lds) May 16, 2025
এটি “পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে (PLFS)”-এর অধীনে কারেন্ট উইকলি স্ট্যাটাস (CWS) পদ্ধতিতে সংগ্রহ করা হয়েছে। ভারতের শ্রমসংক্রান্ত পরিসংখ্যানকে আন্তর্জাতিক মানদণ্ডের কাছাকাছি নিয়ে যাবে এই মাসিক শ্রমবাজার পর্যবেক্ষণ। এর আগে পর্যন্ত, শ্রমশক্তি সংক্রান্ত পরিসংখ্যান কেবল শহরাঞ্চলের জন্য ত্রৈমাসিক এবং জাতীয়ভাবে বার্ষিক ভিত্তিতে প্রকাশিত হতো।
এপ্রিল মাসে Labour Force Participation Rate (LFPR) বা শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ছিল ৫৫.৬ শতাংশ। এর মধ্যে গ্রামীণ ভারতে LFPR ছিল ৫৮.০%, যা শহরাঞ্চলের ৫০.৭% এর তুলনায় বেশি। পুরুষদের অংশগ্রহণ ছিল যথাক্রমে গ্রামে ৭৯.০% এবং শহরে ৭৫.৩%, নারীদের ক্ষেত্রে গ্রামে ৩৮.২% এবং শহরে মাত্র ২৩.৫%।
Worker Population Ratio (WPR) বা কর্মরত জনগোষ্ঠীর অনুপাত ছিল সারাদেশে ৫২.৮%। গ্রামে এই হার ছিল ৫৫.৪% এবং শহরে ৪৭.৪%। নারীদের মধ্যে এই অনুপাত ছিল মোটে ৩২.৫%, যেখানে গ্রামীণ নারীদের WPR ছিল ৩৬.৮% এবং শহরাঞ্চলে মাত্র ২৩.৫%।
সরকারি হিসেবে বেকারত্বের এই হার বেসরকারি সংস্থা Centre for Monitoring Indian Economy (CMIE)-এর পূর্বাভাস থেকে অনেকটাই কম, যেখানে এপ্রিল মাসে বেকারত্বের হার ছিল ৭.৭৩%। সরকারি তথ্যে শহরে বেকারত্বের হার ৬.৫% এবং গ্রামে ৪.৫% বলে উল্লেখ করা হয়েছে।