চিত্র - সংগৃহীত
Bangla Jago Desk: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Modi-Trump) মধ্যে গতকাল কোনও টেলিফোনে কোনও কথা হয়নি! বৃহস্পতিবার এক বিবৃতিতে এ বিষয়ে স্পষ্ট করেছে বিদেশ মন্ত্রক।
VIDEO | Delhi: Responding to a media query regarding the purchase of Russian oil, MEA spokesperson Randhir Jaiswal (@MEAIndia) says, “As per my information there was no telephonic conversation between PM Modi and US President Trump yesterday.”#US #Trump
(Full video available… pic.twitter.com/XkPrXgwLNX
— Press Trust of India (@PTI_News) October 16, 2025
সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে কোনও আলাপ বা ফোনে কথোপকথন হয়েছে কিনা সেই বিষয়ে বলতে পারি, গতকাল দুই নেতার মধ্যে কোনও কথোপকথনের বিষয়ে আমি অবগত নই।
ট্রাম্পের (Modi-Trump) সাম্প্রতিক বক্তব্যের পর এই মন্তব্য উঠে এসেছে। ট্রাম্প দাবি করেছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। ট্রাম্প এটিকে একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেন, যা ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে মস্কোর ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে সাহায্য করবে।
সংবাদ সংস্থা এএনআই (ANI)-এর প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, হ্যাঁ, অবশ্যই। উনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) আমার বন্ধু। আমাদের সম্পর্ক খুবই ভালো। আমি খুশি ছিলাম না যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে। কিন্তু আজ উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কিনবে না। এটা একটা বড় পদক্ষেপ। এখন চীনকেও একই কাজ করতে হবে।
এই মন্তব্যের জবাবে বৈদেশিক মন্ত্রক পূর্বে এক বিবৃতিতে জানিয়েছিল, ভারতের জ্বালানি নীতি সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত যেখানে বৈশ্বিক বাজারের অস্থিরতার মধ্যে ভারতীয় ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করাই মুখ্য লক্ষ্য (Modi-Trump)।
[আরও পড়ুন: Forced Recruitment: ভালো বেতনের চাকরির টোপ! হায়দ্রাবাদের যুবককে জোর করে রাশিয়ার সেনা পাঠাল ইউক্রেন যুদ্ধে]
মন্ত্রক আরও জানায়, ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাস আমদানিকারক দেশ এবং স্থিতিশীল মূল্য ও নিরাপদ সরবরাহ বজায় রাখতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের ওপর গুরুত্ব দিয়ে আসছে।