Bangla Jago TV Desk : কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রহ্লাদ প্যাটেল মধ্যপ্রদেশে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। এই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে একজনের। এই দুর্ঘটনার জন্যই সামান্য চোট পেয়েছেন মোদির মন্ত্রীসভার সদস্য। প্রহ্লাদ ছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চার থেকে পাঁচ জন। ইতিমধ্যেই তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মঙ্গলবার ছিন্দওয়ারা থেকে নরসিংহপুরের দিকে আসছিলেন প্রহ্লাদ। অমরওয়ারার কাছে দুর্ঘটনায় পড়ে তাঁদের কনভয়।
পুলিশ সূত্রে খবর, রং রুটে ঢুকে পড়ায় একটি বাইকের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির সংঘর্ষ হয়। নিহত বাইক আরোহীর নাম নিরঞ্জন চন্দ্রবংশী। তিনি ভুলা মোহগাঁওয়ের বাসিন্দা। একটি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। ওই বাইকেরই সওয়ারি ছিলেন আহতদের মধ্যে বাকি তিনজন। এরা সকলেই নিরঞ্জন এর পরিবারের সদস্য। অন্যদিকে এই দুর্ঘটনায় আহত হন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে থাকা এপিএস আদিত্য।
সূত্রের খবর এই দুর্ঘটনার পর স্থানীয়রা মন্ত্রীর গাড়ি ঘিরে ধরে স্লোগান দেন। যদিও মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা দ্রুত সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদেরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের দাবি স্কুল থেকে তিন পড়ুয়াকে নিয়ে বাড়ি ফিরছিলেন নিরঞ্জন। অমরওয়াড়ার কাছে সিঙ্গোদি বাইপাসে রংরুট দিয়ে ওঠার চেষ্টা করেন। তখনই এই দুর্ঘটনা ঘটে। বাইকটিকে ধাক্কা মেরে রাস্তার পাশে মাঠের দিকে চলে যায় মন্ত্রীর গাড়ি। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে গাড়ির ভেতরের এয়ার ব্যাগ খুলে যায়। যদিও জানা যাচ্ছে তেমন কোন গুরুতর চোট লাগেনি মন্ত্রীর।
FREE ACCESS