চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: মেঘালয়ের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্যে ধীরে ধীরে সামনে আসছে একাধিক চমকপ্রদ তথ্য। খুন হয়েছেন রাজা রঘুবংসী। তাঁর স্ত্রী সোনমের গতিবিধি ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন (Meghalaya Honeymoon Murder)। সন্দেহভাজন হিসেবে উঠে এসেছে সোনমের প্রেমিক রাজ কুশওয়াহার নামও। ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রাজা রঘুবংশীর মৃত্যুর পর একই গুয়াহাটি চলে যান সোনম। সেখান থেকে যান উত্তরপ্রদেশের গাজিপুরে। পুলিশের দাবি মধ্যপ্রদেশের ইন্দোরে বসেই খুনের ছক কষেন রাজ।
তদন্তকারীরা জানিয়েছেন নিজেকে আড়াল রাখতেই এমন কৌশল নিয়েছিলেন। প্রসঙ্গত নব দম্পতির মেঘালয়ে হানিমুন করতে গিয়ে হটাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা শোরগোল ফেলেছিল চারিদিকে। এই দম্পতির খোঁজ করতে মেঘালয় ও উত্তরপ্রদেশ- এই দুই রাজ্য প্রশাসনই ছিল তৎপর।
রাজার শেষকৃত্যে উপস্থিত ছিলেন রাজ নিজে। শুধু তাই নয়, শেষকৃত্যে যোগ দিতে সোনমের পরিবারের সদস্যরা চার-পাঁচটি গাড়িতে করে শেষকৃত্যে গিয়েছিলেন। তার মধ্যে একটি গাড়ি চালাচ্ছিলেন রাজ নিজে। রাস্তায় তাঁকে একবারের জন্যেও কথা বলতে শোনা যায়নি। জামাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েন সোনমের বাবা। তাঁর পাশেই ছিলেন রাজ। এখনও পর্যন্ত এই মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ (Meghalaya Honeymoon Murder)।
আরও পড়ুন:- Rain Forecast: দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস! কবে মিলবে স্বস্তি?
রাজ কুশওয়াহা ছাড়াও এই ঘটনায় জড়িত রয়েছেন বিশাল চহ্বাণ, আকাশ রাজপুত এবং আনন্দ কুর্মি। তদন্তকারীদের মতে ইনডোর থেকেই এই তিনজনকে দিয়ে খুনের পরিকল্পনা বাস্তবায়িত করিয়েছেন রাজ। উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত ডিসি জানিয়েছেন তিন অভিযুক্ত মধ্যপ্রদেশ থেকে বিহারে যান। সেখান থেকে ট্রেনে করে তাঁরা গুয়াহাটি পৌঁছন। এরপর পৌঁছন মেঘালয়। তবে এই তদন্তে সবথেকে বেশি অসহযোগিতা করেছেন সোনম নিজেই। পুলিশি জিজ্ঞাসাবাদে সে কোনো প্রশ্নেরই স্পষ্ট জবাব দেননি। এমনকি খাওয়া দাওয়াও বন্ধ রেখেছেন বলে জানিয়েছেন পুলিশ। তাঁর একমাত্র উত্তর ছিল- “আমার খুব মাথা যন্ত্রনা করছে। আমি ঘুমোতে পারছিনা।”
Bangla Jago FB Page:- https://www.facebook.com/share/193NB43TzC/
বর্তমানে মেঘালয় পুলিশের হেফাজতে রয়েছেন সোনম। রবিবার সড়কপথে তাঁকে উত্তরপ্রদেশ থেকে বিহারে আনা হয়। পুলিশ সূত্রে খবর মঙ্গলবার সকাল ১১টা নাগাদ পাটনা বিমানবন্দর থেকে সোনমকে বিমানে করে গুয়াহাটি নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের। এই ঘটনা আরও খতিয়ে দেখছে পুলিশ (Meghalaya Honeymoon Murder)।