চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: সোমবার গভীর রাতে উত্তর প্রদেশের লখনউয়ের লোকবন্ধু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে ২০০ জনেরও বেশি রোগীকে জরুরি ভিত্তিতে শহরের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা ২৪ জন রোগীর মধ্যে এক জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের এক চিকিৎসক। সেই সঙ্গে তিনি আরও জানান, বাকি রোগীদের অবস্থা এখন স্থিতিশীল।
ঘটনার খবর পাওয়া মাত্রই কৃষ্ণ নগর থানার পুলিশ-সহ একাধিক দমকল বাহিনীর ইউনিট ঘটনাস্থলে পৌঁছন। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করছে হাসপাতাল কর্তৃপক্ষ। সে কারণে আগুন লাগার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। এবং বিদ্যুৎ ও আলোর জন্য জেনারেটর ব্যবহার করে আগুন নেভানোর কাজ চেষ্টা চালানো হয়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি বলেন, ২০০ জন রোগীকে কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয় (কেজিএমইউ), বলরামপুর হাসপাতাল এবং সিভিল হাসপাতাল-সহ অন্যান্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গুরুতর রোগীদের কেজিএমইউতে আইসিইউতে ভর্তি করা হয়েছে, অন্যদের বলরামপুর এবং সিভিল হাসপাতালে তত্ত্বাবধানে রাখা হয়েছে।
VIDEO | Massive fire breaks out at Lucknow’s Lokbandhu Hospital. Here’s what Uttar Pradesh Deputy CM Brajesh Pathak (@brajeshpathakup) said as he visits the site.
“A fire broke out in Lokbandhu Hospital. All 200 patients were safely shifted. There has been no case of casualty… pic.twitter.com/0m6akOATSj
— Press Trust of India (@PTI_News) April 14, 2025
লোকবন্ধু হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ অজয় শঙ্কর ত্রিপাঠী জানিয়েছেন, রাত ১০টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে, তবে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।