চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পা রাখার পরও শান্ত হচ্ছে না মনিপুরের (Manipur) পরিস্থিতি। মঙ্গলবার ফের উত্তপ্ত হয় সেই রাজ্য। চুড়াচাঁদপুরে গুলির লড়াইয়ে জড়ান নিরাপত্তারক্ষী ও ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) জঙ্গিরা। তাতে প্রাণ হারান সেই গোষ্ঠীর ৪ জঙ্গি। তবে পুলিশ সূত্রে মারফত জানা গিয়েছে যে একাধিক জঙ্গি পলাতক এবং তাঁদের তল্লাশি চলছে খোঁজে।
জানা গিয়েছে, গোপন সূত্রে নিরাপত্তারক্ষীদের কাছে খবর আসে যে কয়েকজন কুকি জঙ্গি লুকিয়ে রয়েছে খানপি গ্রামে। এরপরই মঙ্গলবার ভোরে শুরু হয় বাহিনীর অভিযান। গোটা গ্রাম ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি এবং সেখান থেকেই গুলির লড়াইয়ের সূত্রপাত। জঙ্গিদের তরফ থেকে গুলি ছোড়া হয় বাহিনীকে লক্ষ্য করে। যদিও পাল্টা দেওয়া হয় বাহিনীদের তরফ থেকেও। দু’পক্ষের এই গুলির লড়াইয়ে প্রাণ হারান ৪ জন কুকি সন্ত্রাসবাদি এবং তল্লাশি চলছে বাকিদের খোঁজে (Manipur)।
প্রতিরক্ষা মন্ত্রক একটি বিবৃতি প্রকাশ করে এই ব্যাপারে জানিয়েছে। তাতে বলা হয়েছে, “সম্প্রতি একাধিক জায়গায় হামলা চালিয়েছে ইউকেএনএর সন্ত্রাসবাদীরা। তাদের হাতে হত্যা হয়েছে এক গ্রাম প্রধানও। যাতে ব্যাঘাত ঘটে স্থিতিশীলতা ও শান্তিতে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। নাগরিকদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি মনিপুরে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ অসম রাইফেলস ও ভারতীয় সেনা।”
প্রসঙ্গত, দুই বছরেরও বেশি সময় ধরে পরিস্থিতি স্পর্শকাতর গোটা মনিপুরের। যেভাবে সেখান থেকে একের পর এক অশান্তির চিত্র উঠে এসেছে, তা দেখে বেশ ভয় পেয়েছিলেন সকল ভারতবাসী। সম্প্রতি, সেখানে গিয়ে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তা সত্ত্বেও কোন পরিবর্তন দেখা যায়নি পরিস্থিতিতে (Manipur)।