চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: রাজস্থানের মাউন্ট আবুতে দিলওয়ারা জৈন মন্দিরের বাইরে অপেক্ষারত একটি মেয়ে ভক্তের অশ্লীল ছবি তুলেছেন এক বৃদ্ধ ব্যক্তি। মেয়েটি ভয় না পেয়ে নির্ভিক ভাবে এগিয়ে গিয়ে ওই লোকটির ফোন থেকে তাকে দিয়েই ছবিগুলো ডিলিট করিয়েছে। আর সেই ভিডিয়ো এখন রীতিমত শোরগোল ফেলেছে নেটদুনিয়ায়।
View this post on Instagram
বয়স্ক লোকটির তোলা ছবিতে মেয়েটির মুখের ছবি না দেখা গেলেও তার খোলা পায়ের ছবি রয়েছে। মেয়েটি মন্দিরে ওই লোকটির সামনে বসে ছিল। ছোট পোশাক পরার কারণে মেয়েটির পা খোলা ছিল। মেয়েটি বিষয়টি বুঝতে পেরে সে লোকটির কাছে গিয়ে তাকে তার ফোন গ্যালারি দেখাতে বলল। তারপর সবটা প্রকাশ্যে। এই ঘটনায় স্বাভাবিক ভাবে রেগে যায় মেয়েটি।
মেয়েটি বয়স্ক লোকটিকে বলেন, “চাচা এটা কী? আপনি কী করছেন? আপনি কেন আমার পায়ের ছবি কেন তুলছেন?” সে আরও উল্লেখ করে যে, লোকটি তার দিকে এমন ভাবে তাকিয়ে ছিল যে তাতে তাঁর অস্বস্তি বোধ হচ্ছিল।
মেয়েটি এই বিষয়ে জোর গলায় কথা বললে তখন লোকটি তাৎক্ষণিকভাবে তার অশ্লীল ছবিগুলি মুছে ফেলে। তবে, এটি স্পষ্ট না যে সেগুলি তার ফোন থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলা হয়েছে নাকি ব্যাকআপ কপি হিসেবে অন্য কোথাও সংরক্ষণ করা হয়েছে।
সে তাকে তিরস্কার করে বলল, “তোমার লজ্জা নেই? তুমি মন্দিরের কাছে বসে আমার ছবি তুলছো”। সে তার সামনের ছবিগুলি মুছে ফেলল কিন্তু পরে সেগুলি তোলার কথা অস্বীকার করল, যা তাকে আরও ক্ষুব্ধ করে।
তিনি পুরো ঘটনাটি ক্যামেরায় রেকর্ড করেন। তারপর ভিডিওটি এখন ভাইরাল। অনুমতি ছাড়া তার ছবি তোলার জন্য নেটিজেনরা ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছেন। অনেকেই রাজস্থান পুলিশ এবং পর্যটন কর্তৃপক্ষকে ট্যাগও করছেন, বিষয়টি তদন্ত করে ওই ব্যক্তিকে তার অনুপযুক্ত কাজের জন্য শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।