Bangla Jago Desk: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন আসন্ন। ইতিমধ্যেই বিজেপি তাদের ইশতেহার প্রকাশ করেছে। এবার মহাবিকাশ আঘাদি (এমভিএ) রবিবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য তাদের ইশতেহার প্রকাশ করল। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে গোটা দেশকে পথ দেখিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। তার পর বেশ কিছু রাজ্যে মহিলাদের জন্য একই ধরনের প্রকল্প চালু হয়েছে। এমভিএ-এর ইশতেহারেও রয়েছে একই প্রতিশ্রুতি। ইশতেহারে বলা হয়েছে, ক্ষমতায় এলে মহাবিকাশ আঘাদি মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দেবে। একইসঙ্গে ২৫ লক্ষ টাকার বিনামূল্যের স্বাস্থ্য বিমাও ঘোষণা করা হয়েছে।
ইশতেহারে রয়েছে স্নাতক এবং ডিপ্লোমাধারীদের প্রতি মাসে চার হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি। কংগ্রেস সভাপতি মল্লিকারঞ্জন খাড়্গে বলেছেন, কৃষি, গ্রামীণ উন্নয়ন, নগর উন্নয়ন, স্বাস্থ্যের মতো ক্ষেত্রে পাঁচটিট গ্যারান্টি কার্যকর করা হবে। পাশাপাশি তিনি বলেন, মহারাষ্ট্রে জাত সমীক্ষা করা হবে।
মহালক্ষ্মী স্কিমের অধীনে, কংগ্রেস মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে মহিলাদের জন্য বিনামূল্যে বাস সার্ভিসেরও ঘোষণা রয়েছে ইশতেহারে। কুটুম্ব রক্ষার অধীনে, এমভিএ প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা মানুষকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করবে এবং মানুষকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বিমা প্রদান করবে। একই সময়ে, এমভিএ জাতি শুমারি করার প্রতিশ্রুতিও দিয়েছে। প্রতিশ্রুতিতে বলা হয়েছে, ৫০ শতাংশ সংরক্ষণের সীমা সরিয়ে তামিলনাড়ুর মতো ব্যবস্থা করা হবে এমভিএ ক্ষমতায় এলে।
কৃষকদের জন্য এমভিএ ঘোষণা করেছে, ক্ষমতায় এই জোটা এলে লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করবে। নিয়মিত ঋণ পরিশোধের জন্য কৃষকরা পঞ্চাশ হাজার টাকা অনুদান পাবেন। যুবকদের জন্য, মহাবিকাশ আঘাদি বেকারদের প্রতি মাসে চার হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, মহারাষ্ট্র নির্বাচন সমগ্র দেশের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে গোটা দেশ মুম্বইয়ের দিকে তাকিয়ে আছে। এই নির্বাচন মহারাষ্ট্রকে বদলে দেওয়ার জন্য। খাড়্গে বলেন, “আমরা যখন মহালক্ষ্মী প্রকল্প নিয়ে এসেছি, মোদীজি আমাদের নিয়ে মজা করেছিলেন। আজ তারা আমাদের পরিকল্পনা নকল করছে। মহারাষ্ট্র নির্বাচন সমগ্র দেশের জন্য গুরুত্বপূর্ণ। আজ গোটা দেশ মুম্বইয়ের দিকে তাকিয়ে আছে। এই নির্বাচন মহারাষ্ট্রকে বদলে দিতে।”
এ সময় ‘বনতেঙ্গে থেকে কাটেঙ্গে’ স্লোগানকেও নিশানা করেন খাড্গে। তিনি বলেন, “মনুস্মৃতি মেনে দেশ ভাগ করেছ। ইন্দিরা গান্ধি ও রাজীব গান্ধি এই দেশকে ঐক্যবদ্ধ রাখতে প্রাণ দিয়েছেন। স্বাধীনতার জন্য আমরা রক্ত দিয়েছি।”