চিত্র: প্রতীকী
Bangla Jago Desk: দেশের শ্রম বাজারে নতুন দিশা আনতে সুইগি ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক একসাথে কাজ করতে চলেছে। এক সমঝোতা চুক্তির মাধ্যমে এই দুই সংস্থা আগামী দিনে বহু চাকরির সুযোগ তৈরির লক্ষ্যে এগোচ্ছে। সুইগি, ভারতের অন্যতম বৃহৎ ফুড ডেলিভারি সংস্থা, বর্তমানে ৫০০টির বেশি শহরে পরিষেবা দিচ্ছে এবং এ পর্যন্ত প্রায় ৫ কোটি চাকরির তালিকা তৈরি করেছে। এই চুক্তির ফলে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টাল-এর মাধ্যমে চাকরিপ্রার্থী ও নিয়োগকারী সংস্থাগুলির মধ্যে আরও ভালো সংযোগ স্থাপন হবে।
শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, আজকের দিনে চাকরি খোঁজার জন্য ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টাল একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এখানে শ্রম পোর্টালে রেজিস্টার করা ৩১ কোটিরও বেশি মানুষের তথ্য রয়েছে। এখন থেকে কোনও কোম্পানি নির্দিষ্ট লোকেশন ও স্কিল অনুযায়ী খুব সহজেই কর্মী খুঁজে পাবে। মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে আরও বহু প্রতিষ্ঠান এই ধরনের চুক্তিতে অংশ নেবে। শুধু সুইগিই আগামী ২–৩ বছরে ১০–১২ লাখ নতুন চাকরির সম্ভাবনা তৈরি করতে পারে।
সুইগির অপারেশন প্রধান সালভ শ্রীবাস্তব জানান, এই উদ্যোগ আমাদের জন্য গর্বের। আমরা এখন আরও দক্ষ কর্মীদের ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের মাধ্যমে খুঁজে পাব এবং আমাদের নিয়োগের পরিসর বাড়াতে পারব। এই যৌথ উদ্যোগের লক্ষ্য হলো প্রযুক্তির সাহায্যে কর্মসংস্থান প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও সবার জন্য খুলে দেওয়া। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের অংশীদারিত্ব দেশের শ্রম বাজারে নতুন জোয়ার নিয়ে আসতে পারে।