ছবিঃ সংগৃহীত
Bangla Jago Desk: মর্মান্তিক ঘটনা উত্তর প্রদেশে। বাজ পড়ে একদিনে মৃত্যু হয়েছে ৩৭ জনের। শুধু প্রতাপগড় জেলায় মৃত্যু হয়েছে ১১ জনের। বিভিন্ন জেলায় আহত হয়েছেন অনেকে। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। গত কয়েক দিন ধরে বিহার এবং উত্তরপ্রদেশে দুর্যোগ চলছে। সেইসঙ্গে চলছে টানা বৃষ্টি। একদিকে যেমন বৃষ্টি চলছে, অন্যদিকে লাগাতার বাজ পড়ছে। আর সেই বাজের বলি হল এতগুলি প্রাণ।
স্বস্তির বৃষ্টি যে এমন দুঃখের কারণ হবে তা বোঝা যায়নি। টানা গরমে জেরবার হয়ে যাওয়া রাজ্যবাসী একটু বৃষ্টির জন্য প্রার্থনা করছিল। অবেশে বৃষ্টি নামে রাজ্যে। তবে সেই সঙ্গে ঘটে যায় দুঃখজনক ঘটনা। উত্তর প্রদেশে বাজ পড়ে একদিনে মৃত্যু হয়েছে ৩৭ জনের। শুধু প্রতাপগড় জেলায় মৃত্যু হয়েছে ১১ জনের। বিভিন্ন জেলায় আহত হয়েছেন অনেকে। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। গত কয়েক দিন ধরে বিহার এবং উত্তরপ্রদেশে দুর্যোগ শুরু হয়েছে। চলছে টানা বৃষ্টি। একদিকে যেমন বৃষ্টি চলছে, অন্যদিকে লাগাতার বাজ পড়ছে। আর বাজ পড়ে একদিনেই মৃত্যু হয়েছে ৩৭ জনের। প্রতাপগড়ে ১১ জন, সুলতানপুরে ৭ জন, চন্দৌলিতে ৬ জন, মৈনপুরীতে ৫ এবং প্রয়াগরাজে ৪ জনের মৃত্যু হয়েছে। এতজনের মৃত্যুর পাশাপাশি জখম হয়েছেন অনেকেই। বিভিন্ন জেলার ১২ জন চিকিৎসাধীন আছেন হাসপাতালে। রাজ্যে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। জারি হয়েছে সতর্কতা। মৌসম ভবনের তরফে পরামর্শ দিয়ে বলা হয়েছে, এই দুর্যোগে খুব প্রয়োজন ছাড়া বাইরে না বেরোতে। রাজ্যের বেশির ভাগ জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। বুধবার বারাণসীতে বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার এবং কানপুরে ৩৫ মিলিমিটার। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দেওরিয়া, গোরক্ষপুর, কুশীনগর, মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বলরামপুর, লখুমপুর খেরিতে। অন্যদিকে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে গোন্ডা, শ্রাবস্তি, বাহরাইচ, সীতাপুর, ফতেপুর, সোনভদ্র, মোরাদাবাদ, রামপুর, বরেলী, পিলিভিট, প্রয়াগরাজ, কৌশাম্বি এবং মির্জাপুরে।