ad
ad

Breaking News

Mandi

Mandi: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলপ্রদেশ, মান্ডিতে অবরুদ্ধ যান চলাচল

ধসের ফলে হিমাচল প্রদেশের মান্ডি জেলায় ২৬০টির বেশি রাস্তা দিয়ে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়েছে।

Let me know if you'd like a Bengali version, headline

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: প্রবল বর্ষণের মাঝে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। ১৪ দিন ধরে দুর্যোগের ঘনঘটা বেড়েছে। ভয়াবহ ক্ষতির মুখে পাহাড়ি রাজ্য। মেঘভাঙা বৃষ্টির জেরে হিমাচলপ্রদেশে নেমেছে ধস। ধসের ফলে হিমাচল প্রদেশের মান্ডি জেলায় ২৬০টির বেশি রাস্তা দিয়ে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়েছে। যার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মান্ডির একাধিক এলাকা। মৃতের সংখ্যা  প্রায় ৭০জনের কাছে মানুষ। নিখোঁজ এখনও বহু মানুষ।মৃতের সংখ্যা থেকে শুরু করে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসনের একটা বড় অংশ ৷ ( Mandi)

[আরও পড়ুনঃ East Bengal FC: আরও দুই বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলেই বাঙালি মিডিও]

বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্ডি জেলা।সেখানে ১৭জনের মৃত্যু হয়েছে,নিখোঁজ আরও প্রায় ৪০জন।মান্ডির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হল থুনাগ এবং বাগসায়েড়।এমনকি মান্ডির কারসোগ এবং ধর্মপুর এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে।এছাড়া কাংড়ায় ১৩ জন, চাম্বায় ছ’জন এবং শিমলায় পাঁচজনের মৃত্যু হয়েছে।( Mandi)

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]

প্রাকৃতিক দুর্যোগে  হিমাচল প্রদেশে  শতাধিক মানুষ আহত হয়েছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০০কোটির কাছে হবে।৩০০ বিদ্যুতের ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্ত হয়েছে।কিছু কিছু জায়গায় বিদ্যুত পরিষেবা ব্যাহত হয়েছে।দুর্যোগ মোকাবিলায় হিমাচল প্রশাসন,ত্রাণ ও উদ্ধারকাজে বাড়তি গুরুত্ব দিচ্ছে। এদিকে,চিন্তা আরও বাড়িয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস ৷ আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ৭ জুলাই পর্যন্ত রাজ্যের প্রায় সর্বত্র ভারী বৃষ্টি হতে পারে ৷ জারি হয়েছে লাল সতর্কতা ৷( Mandi)