Bangla Jago Desk: ফের জম্মু কাশ্মীরে বড় সাফল্য। নাকা চেকিং এর সময় ভারতের সামরিক বাহিনী গ্রেপ্তার করল এক লস্কর জঙ্গিকে। এই সংবাদ এর কথা নিশ্চিত করেছে জম্বু কাশ্মীর পুলিশ। জম্বু–কাশ্মীরের বারামুলা জেলার আশকারা এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে এই লস্কর জঙ্গিকে। লস্কর ই তৈবার সঙ্গে যুক্ত এই জঙ্গির নাম আহমেদ ভাট। এর আগে অনন্তনাগে কয়েক সপ্তাহ ধরে ভারতীয় সেনা বাহিনীর অভিযান চালানোর পর মৃত্যু হয়েছে একাধিক জঙ্গির।
কয়েকদিন আগেও আরও দুই লস্কর জঙ্গিকে গুলির লড়ায়ে খতম করেছিল ভারতীয় সেনা জাওয়ান। এই প্রথমবার কোন লস্কর জঙ্গিকে গ্রেফতার করতে সফল হল ভারতের নিরাপত্তারক্ষীরা।জানা গেছে গ্রেপ্তার করা ওই জঙ্গি আশকারা এলাকার বাসিন্দা। নিরাপত্তারক্ষীরা তার কাছে থেকে প্রচুর আগ্নেয়স্ত্র সহ উদ্ধার করেছে দুটি হ্যান্ড গ্রেনেড ও ৪০ হাজার টাকা। নাকা চেকিং এর সময় ওই ব্যক্তির আচরণ দেখে সন্দেহ জাগে পুলিশের মনে। নাকা চেকিং পয়েন্টের দিকে ধীর পথে এগিয়ে যায় ওই জঙ্গি।
পুলিশ কে দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করলেও অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে কুখ্যাত লস্কর জঙ্গি। জিজ্ঞাসাবাদের পর জানতে পাড়া যায় লস্কর ই তইবার জঙ্গিদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তবে জিজ্ঞাসাবাদ এখনও জারি থাকবে । এই জঙ্গির কাছে থেকেই জেহাদের ব্লু প্রিন্ট জানা যাবে বলে অনুমান পুলিশের । তবে বারবার জঙ্গিদের ভারতে অনুপ্রবেশের ঘটনায় পুলওয়ামা অ্যাটাকের মত কোন বড়সড় হামলা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Free Access