ad
ad

Breaking News

তুষারধস

 লাদাখের মাউন্ট কুনে তুষার ধসের বলি ১ সেনা জওয়ান 

Bengla Jago Desk: লাদাখের মাউন্ট কুন এলাকায় ব্যাপক তুষারপাত হয়। তারপর হঠাৎই তুষারধস নামে। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এক সেনাকর্মীর মৃত্যু হয়েছে। আরও তিন জওয়ান নিখোঁজ বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজ চলছে। জানা গিয়েছে,  ৪০ জন সেনাকর্মী হাই অলটিটিউড ওয়ারফেয়ার স্কুল ও আর্মি অ্যাডভেঞ্চার উইংয়ের সদস্য। মাউন্ট কুনে তাঁদের প্রশিক্ষণ চলছিল। সেনার তরফে জানানো হয়েছে, মাউন্ট […]

Bengla Jago Desk: লাদাখের মাউন্ট কুন এলাকায় ব্যাপক তুষারপাত হয়। তারপর হঠাৎই তুষারধস নামে। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এক সেনাকর্মীর মৃত্যু হয়েছে। আরও তিন জওয়ান নিখোঁজ বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজ চলছে। জানা গিয়েছে,  ৪০ জন সেনাকর্মী হাই অলটিটিউড ওয়ারফেয়ার স্কুল ও আর্মি অ্যাডভেঞ্চার উইংয়ের সদস্য। মাউন্ট কুনে তাঁদের প্রশিক্ষণ চলছিল।

সেনার তরফে জানানো হয়েছে, মাউন্ট কুন এলাকায় আবহাওয়া অত্যন্ত প্রতিকূল। প্রবল তুষারপাতের ফলে পুরু বরফের স্তর জমেছে। তা ভেদ করে এগিয়ে যাওয়া কঠিন। কিন্তু তা সত্ত্বেও উদ্ধারকাজ থেমে নেই। যে সেনা জওয়ানেরা আটকে পড়েছেন, তাঁদের চিহ্নিত করে উদ্ধারের প্রক্রিয়া চলছে।

জীবনের ঝুঁকি নিয়ে বরফ ঘেঁটে আটকে পড়া সেনাকর্মীদের খুঁজছেন জওয়ানেরা। যদিও তিন জনের কারও খোঁজ মেলেনি। কিছু দিন আগে সিকিমে মেঘভাঙা বৃষ্টির কারণে লোনক হ্রদ ফেটে ২৩ জন সেনাকর্মী ভেসে গিয়েছিলেন। তাঁদেরও খোঁজ মিলছিল না। পরে বেশ কয়েক জনের দেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও সকলের সন্ধান মেলেনি।

Free Access