ad
ad

Breaking News

Jammu & Kashmir

মাঝ রাতে কেঁপে উঠল লাদাখ ও কাশ্মীর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২

আরও জানা যায়, বেশ কয়েক মাস ধরেই ওই এলাকায় ভূমিকম্প হয়ে চলেছে। কারণ, লেহ ও লাদাখ সিসমিক জোন-৪ এর উপরে অবস্থিত, যা অত্যন্ত ভূমিকম্প প্রবণ। 

Ladakh and Kashmir shook in the middle of the night, magnitude 5.2 on the Richter scale

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: অতি তীব্র মাত্রা। যা অনুভূত হয়েছে একসাথে দুটি জায়গায়। বৃহস্পতিবার গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে লাদাখ ও কাশ্মীরে। জানা যাচ্ছে, এই ভূমিকম্পের মাত্রা এতটাই বেশী ছিল যার ফলে এই দুটি জায়গায় কম্পন অনুভূত হয়। এদিন রাতে এই ঘটনার ফলে সাথে সাথে ওই এলাকাগুলির মানুষেরা বাড়ি থেকে বাইরে এসে দাঁড়ান। পাশাপাশি ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। 

আরও জানা যায়, রাত ২ টো ৩০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় কার্গিলে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, এদিন রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। সাথে ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। তবে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহতের কোন খবর মেলেনি।

[আরও পড়ুন: বিবাহ, চাকরি নিয়ে বাড়ছে চিন্তা? সেই সকল বিষয় জানতে পড়ুন আজকের রাশিফল]

আরও জানা যায়, বেশ কয়েক মাস ধরেই ওই এলাকায় ভূমিকম্প হয়ে চলেছে। কারণ, লেহ ও লাদাখ সিসমিক জোন-৪ এর উপরে অবস্থিত, যা অত্যন্ত ভূমিকম্প প্রবণ। এছাড়াও, গত ৮ মার্চ নেপালে শক্তিশালী ৫.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। যার কম্পন ভারত, বাংলাদেশ, চিন ও ভুটানেও অনুভূত হয়েছিল। তার আগে গত মাসে অসমে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল।