চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: সাতসকালে ফের জঙ্গি দমন অভিযানে নামল ভারতীয় সেনা। বুধবার ভোর থেকে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার প্রত্যন্ত ছত্রু এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে। জানা গিয়েছে, সংঘর্ষে এক জওয়ান আহত হয়েছেন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভোরেই সেনার হোয়াইট নাইট কর্পস ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ছত্রু অঞ্চলে তল্লাশি অভিযান শুরু করে। সন্দেহ করা হচ্ছে, ওই এলাকায় অন্তত তিনজন জঙ্গি লুকিয়ে রয়েছে। জঙ্গলে ঢুকে তল্লাশি চালানোর সময়ই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনা। দুই পক্ষের মধ্যে গুলির লড়াই এখনো অব্যাহত (Operation Chhatru)।
আরও পড়ুনঃ সকলকে তাক লাগিয়ে একের পর এক পুশআপ অভিষেকের, দেখুন ভিডিয়ো
হোয়াইট নাইট কর্পস-এর তরফে সমাজমাধ্যম এক্স-এ জানানো হয়েছে, সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ছত্রু এলাকায় অভিযান চালাচ্ছে। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে। অভিযান জারি রয়েছে।কিশতওয়ারের নাইরগামের কলাবন জঙ্গলে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে এই অভিযান শুরু করা হয়। সূত্রের খবর, গত কয়েক মাস ধরে ওই অঞ্চলে সক্রিয় ছিল এই জঙ্গিগোষ্ঠী। নিরাপত্তা বাহিনী তাদের গতিবিধির উপর নজর রাখছিল বলেই বুধবার সকালে ‘অপারেশন ছত্রু’ নামে অভিযান শুরু করা হয়। উল্লেখ্য, চলতি বছরই একাধিক জঙ্গি দমন অভিযান চালিয়েছে ভারতীয় সেনা। জুলাই মাসে ‘অপারেশন মহাদেব’-এর মাধ্যমে পহেলগাম হামলার সঙ্গে জড়িত তিন জঙ্গিকে খতম করা হয়েছিল (Operation Chhatru)।
Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial
এরপর কুলগামে ‘অপারেশন অখল’-এ দুই জঙ্গির মৃত্যু হয়। সেপ্টেম্বর মাসেও উধমপুরে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয়েছিল, যেখানে এক জওয়ান আহত হন।প্রসঙ্গত, কিশতওয়ারের দুর্গম পার্বত্য অঞ্চল ছত্রুতে আগেও বিক্ষিপ্তভাবে জঙ্গি তৎপরতা দেখা গিয়েছে। সাম্প্রতিক সময়ে ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করেছে সেনা। বুধবার সকালের এই অভিযানেও এখনো পর্যন্ত কোনও জঙ্গিকে খতম করা গিয়েছে কি না, তা জানা যায়নি। পরিস্থিতির উপর নজর রাখছে নিরাপত্তা বাহিনী (Operation Chhatru)।