ad
ad

Breaking News

Arvind Kejriwal

Arvind Kejriwal: জামিন পেলেন না কেজরিওয়াল, জেলে থাকতে হবে ২০ মে পর্যন্ত

আবগারি দুর্নীতি মামলায় শীর্ষ আদালতে জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী।

Arvind Kejriwal: Kejriwal not granted bail, will remain in jail till May 20

Bangla Jago Desk : আবগারি দুর্নীতি মামলায় শীর্ষ আদালতে জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী। কুড়ি মে পর্যন্ত জেলবন্দি থাকতে হবে তাকে। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ইডি আধিকারিকদের তীব্র ভৎসনা আদালতের। ২৫ মে দিল্লিতে লোকসভা নির্বাচন। তার আগে অরবিন্দের জেল মুক্তি হয় কিনা সেটাই এখন দেখার।

 আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। ২০ মে পর্যন্ত জেলে ই থাকতে হবে অরবিন্দকে। শুনানি চলার সময় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে হিজরি বাল দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে তার অংশ নেওয়া উচিত। তবে নির্বাচন না থাকলে তার অন্তরবর্তী জামিন নিয়ে এত বেশি ভাবনা চিন্তা করতে হত না শীর্ষ আদালতকে। যদিও অরবিন্দের অন্তবর্তী জামিন নিয়ে একাধিক শর্ত আরোপ করেছে সর্বোচ্চ আদালত। যদি দিল্লির মুখ্যমন্ত্রী জামিন পান সরকারি কোনো নথিতে সই করতে পারবেন না তিনি। সরকারি কাজে অরবিন্দের হস্তক্ষেপ চায়না আদালত।

গত ২১ মার্চ আবগারি মামলায় দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি। সপ্তাহদুয়েক পরে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। ইডির গ্রেপ্তারির বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। শুনানিতে বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চ জানায়, গ্রেপ্তারির বিরুদ্ধে অরবিন্দ কেজরিওয়ালের আবেদনের শুনানির জন্য সময় লাগতে পারে। তাই আদালত তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়ার বিষয়ে বিবেচনা করবে। তার পরেই অনুমান ছিল, পরবর্তী শুনানিতে হয়তো জামিন পেতে পারেন আপ সুপ্রিমো।





আবগারি মামলায় তদন্তে এত দেরি কেন? সেই প্রশ্ন তুলে ইডি আধিকারিকদের তীব্র ভৎসনা করলেন শীর্ষ আদালতের ২ বিচারপতি। দিল্লির মুখ্যমন্ত্রীর পক্ষে ও বিপক্ষে প্রমাণ মিলে তাহলে কোনটাকে গুরুত্ব দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? সেই প্রশ্ন তোলেন বিচারপতিরা। ২৫ মে দিল্লির লোকসভা আসনে নির্বাচন। তার আগে জেল মুক্তি হবে কিনা অরবিন্দ কেজরিওয়ালের সেটাই এখন দেখার।