ad
ad

Breaking News

Kedarnath Yatra

Kedarnath Yatra: ভারী বৃষ্টির জেরে ধস, সাময়িক স্থগিত কেদারনাথ যাত্রা

বৃহস্পতিবার সোনপ্রয়াগের কাছে মানকাটিয়া এলাকায় ধসের কারণে যাত্রাপথ বিপজ্জনক হয়ে পড়ে। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসন কেদারনাথ যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

Kedarnath Yatra halted due to landslide near Sonprayag

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: টানা ভারী বৃষ্টির ফলে উত্তরাখণ্ডের একাধিক এলাকায় নেমেছে ধস। এরজেরে ফের আরও একবার সাময়িকভাবে  বন্ধ হল কেদারনাথ যাত্রা। বৃহস্পতিবার সোনপ্রয়াগের কাছে মানকাটিয়া এলাকায় ধসের কারণে যাত্রাপথ বিপজ্জনক হয়ে পড়ে। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসন কেদারনাথ যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পাহাড় থেকে ধসে পড়া বোল্ডারের স্তূপ জমে গেছে মানকাটিয়ার রাস্তার উপর। ফলে গৌরীকুণ্ড থেকে ফেরার পথে বহু দর্শনার্থী ওই এলাকায় আটকে পড়েন। পরিস্থিতি বিবেচনা করে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুততার সঙ্গে উদ্ধার কাজে নামে। আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে সোনপ্রয়াগে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তরাখণ্ড সরকারের এক আধিকারিক (Kedarnath Yatra)।

আরও পড়ুনঃ UK’s F-35B: হাইড্রোলিক বিকল, যুদ্ধবিমান আটকে কেরলে — শেষমেশ ফিরছে ব্রিটেনে

উল্লেখ্য, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী – এই চারটি ধামকে একসঙ্গে চার ধাম বলা হয়। এই চার ধামের যাত্রা হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় যাত্রা। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই পবিত্র যাত্রায় অংশগ্রহণ করেন। তাই ভক্তদের নিরাপত্তার কথা ভেবে সাময়িকভাবে বন্ধ রাখা হয় কেদারনাথ যাত্রা। তবে কবে থেকে পুনরায় চালু হবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি প্রশাসন। এদিকে, ভারতীয় আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, আগামী ৮ জুলাই পর্যন্ত উত্তর ও পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, রাজস্থানের পূর্বাংশ, পঞ্জাব এবং উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকাগুলিতে ঝড় ও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে (Kedarnath Yatra)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

বিশেষ করে উত্তরপ্রদেশের পূর্ব ও পশ্চিম অংশে ৫ থেকে ৮ জুলাই পর্যন্ত বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে পর্যটকদের অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন। পাহাড়ি অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা থাকলে আবহাওয়ার পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধস সরানোর কাজ শুরু হলেও, পুনরায় যাত্রা শুরু হওয়ার সময়সীমা নির্ভর করবে আবহাওয়ার উন্নতির ওপর (Kedarnath Yatra)।