চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার রেল এখনও পুরোপুরি ভাবে কাটেনি। তার মাঝেই রবিবার সকালে কেদারনাথগামী একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি ঘটে গৌরীকুণ্ডের জঙ্গলে। সূত্রের খবর, গুপ্তকাশী থেকে ছেড়ে যাওয়া এই হেলিকপ্টারটি ছিল আরিয়ান এভিয়েশনের (Kedarnath)। হেলিকপ্টারে ছিলেন মোট ৬ জন যাত্রী, যাঁদের মধ্যে ৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যদিও সরকারিভাবে এখনও কোনও হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি।
আরও পড়ুন: Weather Update: ঘণ্টায় ৬০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়
উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি (UCADA) জানিয়েছে, রবিবার ভোর ৫টা ২০ মিনিটে গুপ্তকাশী থেকে টেক অফ করে এই হেলিকপ্টারটি। যাত্রীদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু ছিলেন। তাঁদের বাড়ি উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রাথমিক অনুমান, খারাপ আবহাওয়ার জেরে নিয়ন্ত্রণ হারিয়েই হেলিকপ্টারটি গৌরীকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়ে। ঘটনার পরই শুরু হয় উদ্ধারকাজ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ (NDRF), এসডিআরএফ (SDRF) এবং স্থানীয় প্রশাসন টিম (Kedarnath)।
ঘটনা সম্পর্কে এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি লেখেন, “রুদ্রপ্রয়াগ জেলায় একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে। উদ্ধারকাজে নেমেছে SDRF, NDRF ও জেলা প্রশাসনের দল।” উল্লেখ্য, চলতি বছরের ২ মে কেদারনাথ মন্দিরের দরজা খোলার পর এই নিয়ে মোট পাঁচবার তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ল। সবশেষ ৭ জুন কেদারনাথগামী এক হেলিকপ্টার জরুরি অবতরণের সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপর ভেঙে পড়েছিল কপ্টারের লেজ। যদিও ওই ঘটনায় কেউ আহত হননি (Kedarnath)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
Uttarakhand helicopter crash | Today, at around 5:20 am, a helicopter, which was going from Shri Kedarnath Dham to Guptkashi, has been reported to have crashed near Gaurikund. There were six passengers, including the pilot (5 adults and 1 child). The passengers in the helicopter… pic.twitter.com/AVGtuxWKGj
— ANI (@ANI) June 15, 2025
এদিনের ঘটনায় প্রাণহানির সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের মধ্যে। দুর্গম অঞ্চলে হওয়ায় উদ্ধারকার্যেও বেগ পেতে হচ্ছে দলগুলোকে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।