ad
ad

Breaking News

যোশীমঠ

বিপদ সীমার মুখে যোশীমঠ

Bangla Jago Desk: ভয়াবহ বিপদের মুখে পড়তে চলেছে দেবভূমি। যোশীমঠের বেশ কিছু অংশ হিমালয়ের বুকে ৩ ফুট পর্যন্ত বসে গিয়েছে। এছাড়া প্রায় ১.৪ ফুট সরে গিয়েছে । হায়দ্রাবাদের ন্যাশনাল জিয়োফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এর একটি সমীক্ষা রিপোর্টে এমনই চাঞ্চল্য তথ্য সামনে এসেছে। যা যথেষ্ট চিন্তার বিষয়। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে প্রকৃতি তাণ্ডবলীলা চালানোর পর পরিস্থিতি খতিয়ে […]

Bangla Jago Desk: ভয়াবহ বিপদের মুখে পড়তে চলেছে দেবভূমি। যোশীমঠের বেশ কিছু অংশ হিমালয়ের বুকে ৩ ফুট পর্যন্ত বসে গিয়েছে। এছাড়া প্রায় ১.৪ ফুট সরে গিয়েছে । হায়দ্রাবাদের ন্যাশনাল জিয়োফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এর একটি সমীক্ষা রিপোর্টে এমনই চাঞ্চল্য তথ্য সামনে এসেছে। যা যথেষ্ট চিন্তার বিষয়। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে প্রকৃতি তাণ্ডবলীলা চালানোর পর পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্তে নামে ৮ টি কেন্দ্রীয় ইন্সটিটিউট।

এই ৮ টি সংস্থা গুলির মধ্যে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেন্ট্রাল বিল্ডিং রিসার্ট ইনস্টিটিউট, , জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল জিওপিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি এবং আইআইটি রুরকি। পরিস্থিতি খতিয়ে দেখার পর ৪৩ পাতার  একটি রিপোর্ট পেশ করে NGRI । রিপোর্ট অনুযায়ী প্রায় ১০০ ফুট গভীর পর্যন্ত প্রসারিত হয়েছে ফাটল। কৃষি জমি এবং অনুর্বর জমিতে ফাটল ১১৫ ফুটেরও বেশি গভীর। NGRI এর বিজ্ঞানীরা জানিয়েছেন ২২০০ মিটার উচ্চতায় অবস্থিত সুনীল গ্রাম থেকে শুরু করে মারোয়ারি-জয়পি অঞ্চল ও যোশীমঠের ঢাল বরাবর সমীক্ষা করে দেখা গেছে ফাটলগুলি জনবসতি অঞ্চল পর্যন্ত বিস্তৃত।

যে সব অঞ্চলের ফাটল ১০০ ফুটের বেশি গভীরে সেই সব এলাকা পুরটায় মাটির তৈরি, সেখানে শিলার কোন অন্তর্নিহিত চিহ্ন নেই বলে রিপোর্টে জানানো হয়েছে। বারংবার প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হচ্ছে যোশীমঠ। পরিস্থিতির তদন্তে নামা ৮ টি কেন্দ্রীয় ইন্সটিটিউট একত্রে ১৩০ পাতার একটি রিপোর্ট দেয়। এই রিপোর্ট কে বলা হয়েছে ‘পোস্ট ডিজাস্টার নিড অ্যাসেসমেন্ট’। রিপোর্টে আগে ভাগেই সতর্ক করা হয়েছে যে ভবিষ্যতে যোশীমঠে হতে পারে উচ্চ-মাত্রার ভূমিকম্প।