ad
ad

Breaking News

Jharkhand

Jharkhand: ডাইনি সন্দেহে মাকে খুন! ঝাড়খণ্ডে মর্মান্তিক কাণ্ড, গ্রেফতার অভিযুক্ত ছেলে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ অক্টোবর ৪১ বছর বয়সী অভিযুক্ত ছেলেটি তার মা মুনি সোরেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

Jharkhand Witchcraft Murder: Son Allegedly Kills Mother

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ঝাড়খণ্ডের দুমকা জেলার ভদ্রা ডিঘা গ্রামে ডাইনি অপবাদে নিজের সত্তোর বছর বয়সী মাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। গত সোমবার পুলিশ এই খবর জানিয়েছে। এই অমানবিক ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ অক্টোবর ৪১ বছর বয়সী অভিযুক্ত ছেলেটি তার মা মুনি সোরেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধা দুমকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু গত শনিবার সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (Jharkhand)।

আরও পড়ুনঃ বাঁকুড়ার জঙ্গলে উদ্ধার লেপার্ডের মৃতদেহ, বনদফতরের তরফে জঙ্গলে চলছে টহলদারি

গোপীকান্দার থানার অফিসার-ইন-চার্জ সুমিত ভগত পিটিআইকে জানান, বৃদ্ধার মৃত্যুর পরই তাঁর মেয়ে ভাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ গত রবিবার মধুবনে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশের তদন্তে উঠে এসেছে যে অভিযুক্ত তার মাকে ডাইনি সন্দেহে দেখত। সম্প্রতি তার ১৮ বছর বয়সী মেয়ের মৃত্যুর জন্য সে নিজের মাকেই দায়ী করত। জানা যায়, আগেও একবার সে তার মাকে হত্যার চেষ্টা করেছিল। জেরায় অভিযুক্ত স্বীকার করেছে যে, ২৮ অক্টোবর রাতে সে অতিরিক্ত মদ্যপ অবস্থায় ছিল এবং মৃত মেয়ের কথা ভেবে রাগে অন্ধ হয়ে সে তার বোনের বাড়িতে গিয়ে মাকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে। পুলিশ খুনে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে (Jharkhand)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

এদিকে, এই ধরনের অমানবিক ঘটনা রোধে পুলিশ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে। সুমিত ভগত জানিয়েছেন, ঝাড়খণ্ড ডাইনি প্রথা প্রতিরোধ আইন, ২০০১ (Jharkhand Witchcraft Prevention Act, 2001) সম্পর্কে প্রত্যন্ত গ্রামগুলিতে সচেতনতা শিবির করার পরিকল্পনা করছে পুলিশ। বিশেষত ঘন জঙ্গল সংলগ্ন এবং নিরক্ষরতা বেশি এমন গ্রামগুলিতে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির (DALSA) সঙ্গে আলোচনা করে এই সচেতনতা শিবির আয়োজনের ব্যবস্থা করা হবে (Jharkhand)।