ad
ad

Breaking News

Jaipur

জয়পুরে হাসপাতালে আগুন, রোগীদের ছেড়ে পালালেন হাসপাতালের কর্মীরা!

তাঁদের অভিযোগ, বিষয়টি গুরুতর হওয়ার আগে সতর্ক করা হয়েছিল কর্মীদের, কিন্তু তাঁরা গুরুত্ব দেননি।

jaipur-hospital-fire-tragic-incident

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো রাজস্থানের জয়পুরে (Jaipur) অবস্থিত সাওয়াই মান সিং হাসপাতাল। বীভৎস অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারালেন একাধিক রোগী। যদিও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন দমকল কর্মীরা। এছাড়া সেখানে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাও এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তার কথা ঘোষণা করেছেন সমাজমাধ্যম থেকে। তবে এর জন্য নিহতদের আত্মীয়রা হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্মীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁদের অভিযোগ, বিষয়টি গুরুতর হওয়ার আগে সতর্ক করা হয়েছিল কর্মীদের, কিন্তু তাঁরা গুরুত্ব দেননি। এখানেই শেষ নয়, তাঁদের আরও অভিযোগ, আগুন লাগার পর রোগীদের সাহায্য না করেই তাঁরা পালিয়ে যান।

এক নিহতের সন্তান সংবাদ সংস্থাকে ঘটনা প্রসঙ্গে বলেছেন, “আমি জানতামই না আগুন লাগার কথা। আমি রাতের খাবার খেতে তখন নিচে নেমেছিলাম। যখন খবর পাই তখন অনেক দেরি হয়ে গিয়েছে। তখন সেখানে যে সব রোগীর আত্মীয়রা ছিলেন, তাঁরাই বাঁচান নিজেদের প্রিয়জনকে। কোনও কর্মী দায়িত্ব নেননি। একাই পড়েছিলেন আমার রোগী। দরজা বন্ধ করে দেওয়া হয় ধোয়া আরও ছড়িয়ে পড়ার সাথে সাথে। তাই আমার মা ভিতরে আটকে পড়েন।”(Jaipur)

অন্য এক ব্যক্তি বলেন, “কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে শুরু করে রাত সোয়া ১১টার পর। ডাক্তারদের আমি আগেই সতর্ক করেছিলাম। কিন্তু কোনও সাহায্য করেননি ওরা। সম্ভব হয়েছিল মাত্র ৪ থেকে ৫ জন রোগীকে সরিয়ে নেওয়া। ডাক্তার ও কম্পাউন্ডার রা পালিয়ে গিয়েছিলেন ধোঁয়া আরও গাঢ় হওয়ার আগে।” শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।(Jaipur)