চিত্র : নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk : কিছুতেই কাটছে না জট। কে হবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, এখনও অধরা সেই প্রশ্নের উত্তর। গত বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে বসেছিলেন মহাজুটির তিন নেতা- দেবেন্দ্র ফড়ণবিস, একনাথ শিণ্ডে এবং অজিত পাওয়ার। মনে করা হচ্ছিল, সেই হাইভোল্টেজ বৈঠকের পর জটিলতা কাটবে। আলোচনা শেষে বৈঠক ইতিবাচক হয়েছে বলেও জানিয়েছিল সব শিবির। ডিসেম্বরের শুরুতেই নাম ঘোষণা হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। তবে, বাধ সাধলেন শিণ্ডে। হঠাৎই গিয়ে উঠলেন নিজের গ্রামের বাড়িতে।
শুক্রবার সকালে আরও এক বৈঠক হওয়ার কথা ছিল মহাজুটির। তার আগে কেন আচমকা গ্রামের বাড়ি চলে গেলেন একনাথ শিণ্ডে? তবে কি কুর্সি ছাড়তে চান না? বিজেপির প্রস্তাবে কি সন্তুষ্ট নন তিনি?
এ প্রসঙ্গে শিণ্ডে শিবিরের নেতা উদয় সামন্ত বলেন, ‘অসুস্থ হয়ে পড়েছেন একনাথ শিণ্ডে। সে কারণেই গ্রামের বাড়িতে গেছেন। এর নেপথ্যে কোনও রাজনৈতিক কারণ নেই’।
অন্যদিকে, শিণ্ডে শিবিরের আরেক নেতা তথা বিধায়ক সঞ্জয় সিরাসাত বললেন অন্য কথা। ‘কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের গ্রাম দারের বাড়িতে যান শিণ্ডে। ওটা ওঁর প্রিয় জায়গা।‘ সিরাসাতের এই মন্তব্যই উস্কে দিয়েছে জল্পনা। কী সিদ্ধান্ত নিতে চলেছেন একনাথ শিণ্ডে? এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।