ad
ad

Breaking News

Emergency Landing

Emergency Landing: ফের মাঝ আকাশে বিমান বিভ্রাট! দিল্লিতে জরুরি অবতরণ বিমানের

আচমকাই মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ নজরে আসে বিমানটিতে।

emergency landing indigo flight delhi technical glitch 2025

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: ফের মাঝ আকাশে বিমান বিভ্রাট। যান্ত্রিক ত্রুটির কারণে ১৮২ জন যাত্রী নিয়ে দিল্লিতে জরুরি অবতরণ (Emergency Landing)। তবে সকল যাত্রীর সুরক্ষিত থাকার খবর মিলেছে।

[আরও পড়ুনঃ By-Election Clash: উপনির্বাচন শুরু হতেই বিরোধীদের অভিযোগ, নস্যাৎ করে কী বললেন তৃণমূল প্রার্থী?]

বৃহস্পতিবার সকালে দিল্লি  থেকে লে-র উদ্দেশে রওনা হয়েছিল ইন্ডিগোর বিমান। আচমকাই মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ নজরে আসে বিমানটিতে। ঝাঁকুনি শুরু হয় বিমানের ভেতরেই। যত্রীদের চোখে-মুখে আতঙ্কের ছাপ দেখা যায়। এরপরই বিমানটিকে ফেরানোর সিদ্ধান্ত নেন পাইলট। দিল্লিতেই ওই বিমানের জরুরি নিরাপদ অবতরণ (Emergency Landing) করেন পাইলট। সূত্রের খবর, বিমানের সকল যাত্রী সহ ক্রুরা সুরক্ষিত রয়েছেন। এক্ষেত্রে বলা যায়, পাইলটের তৎপরতাতেই বড়সড় বিপদের হাত রক্ষা পাওয়া সম্ভব হয়। তবে এই বিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে  এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করা হয়নি ইন্ডিগোর তরফ থেকে।

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/]

প্রসঙ্গত, ইন্ডিগোর একটি বিমান বুধবারও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিল। জানা যায়, ওই বিমানের ভুবন্শ্বর থেকে কলকাতায় ফেরার কথা ছিল বিকেল সাড়ে চারটে নাগাদ। নির্দিষ্ট সময়ে ওই বিমান রানওয়ে থেকে যাত্রা শুরুও করেছিল। তবে টেক অফের আগের আচমকা ঝাঁকুনি অনুভব হয় যাত্রীদের। সূত্র মারফৎ যে খবর সামনে আসছে, মাঝ আকাশেই বিমানটি ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ফের একদিন পরই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর অপর একটি বিমান।