ad
ad

Breaking News

IndiGo Flight

IndiGo Flight: ফাঁড়া কাটছে না! ৩০ মিনিট দরজা আটকে বিমানের, আতঙ্কিত যাত্রীরা

এবার আধঘন্টা ধরে খুললোই না তাদের এক বিমানের দরজা।

IndiGo Flight Scare: Door Fails to Open After Landing

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: আবারো প্রকাশ্যে এলো বিমান বিভ্রাট। এবার ঘটলো ইন্ডিগোর সাথে। সম্প্রতি, তাদের একটি বিমানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, যা ঘিরে আতঙ্ক বাড়ে সেই প্লেনের যাত্রীদের। এবার আধঘন্টা ধরে খুললোই না তাদের এক বিমানের দরজা। এখানেই শেষ নয়, তাতে ছিলেন ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেলও। স্বাভাবিকভাবে, এমন ঘটনা বারবার ঘটায় আতঙ্ক বাড়ছে প্লেন যাত্রীদের। বলা বাহুল্য, আতঙ্ক বাড়ছে গোটা দেশের (Indigo Flight)।

আরও পড়ুন: Amarnath Yatra: পুণ্যার্থীদের নিরাপত্তায় অমরনাথ যাত্রায় বাতিল হেলিকপ্টার পরিষেবা

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর ধরা পড়ছে একের পর এক বিমানে যান্ত্রিক সমস্যা। বোমা মারারো হুমকি দেওয়া হয়। সেই আঁচ পরে ইন্ডিগোতেও। কয়েকদিন আগে তাদের এক বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তড়িঘড়ি জরুরি অবতরণ করে যাত্রীদের নামানো হয় এবং শুরু করা হয় তল্লাশি। গোটা ঘটনায় চরম ভয় ছড়ায় যাত্রীদের মধ্যে। বলতে গেলে, এখন বিমানের নাম শুনলেই ভয় পায় সাধারণ মানুষ (Indigo Flight)।

তবে এবার ইন্ডিগোর এক বিমানে ঘটলো এক ঘটনা যা কিছুক্ষণের জন্য ভয় পাইয়ে দেয় সকলকে। বুধবার দিল্লি থেকে রায়পুর আসা ৬ই ৬৩১২ বিমান বিভ্রাটের মুখে পড়ে। বীর নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর খোলেনি দরজা। খুলছিল না লক। ভিতরে আটকে থাকা যাত্রীরা বেশ চিন্তিত হয়ে পড়েন (Indigo Flight)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

তাঁদের মধ্যে ছিলেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেশ বাগেল, বিধায়ক চতুরী নন্দ এবং রায়পুরের মেয়র মীনাল চৌবে। প্রায় আধঘন্টা পর দরজা খুলে এবং সকলে শান্তিপূর্ণভাবে বেরিয়ে আসেন। ভয়াবহ কিছু না ঘটলেও এই ঘটনা চিন্তার মাত্রা বাড়িয়ে তুলেছে সকলের। অনেকেই মনে করছেন যে বিমানে যাত্রা করা সুরক্ষিত নয় আজকাল। এবার দেখার কি পদক্ষেপ নেওয়া হয় এই সমস্যা মেটানোর জন্য (Indigo Flight)।