ad
ad

Breaking News

Indigo

Indigo: এবার ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক! নাগপুরে জরুরি অবতরণ

যখন হুমকি আসে তখন বিমানটি টেক অফ করে ফেলেছে কোচি থেকে।

indigo bomb threat kochi delhi flight emergency landing

চিত্র: প্রতীকী

Bangla Jago Desk:আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার আতঙ্ক কাটতে না কাটতেই এবার বোমাতঙ্ক ইন্ডিগোতে। হুঁশিয়ারি পাওয়ার সঙ্গে সঙ্গে নাগপুরে জরুরি অবতরণ করে কোচি থেকে দিল্লিগামী বিমান। যাত্রীদের নামানো হয় রানওয়েতেই এবং তৎক্ষণাৎ শুরু হয় বোমা খোঁজার কাজ।(Indigo)

গত বৃহস্পতিবার, গোটা দেশ সাক্ষী হয় এক ভয়াবহ বিমান দুর্ঘটনার। এয়ার ইন্ডিয়ার এক লন্ডনগামী বিমান ভেঙে পড়ে মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের ক্যান্টিনের উপর। ঘটনায় মৃত্যু হয় অনেকের। প্রাণে বাঁচেন একজন। বিভিন্ন মহল থেকে জানানো হয় সমবেদনা। সাধারণ মানুষের দাবি, যা ঘটেছে তা কোনদিনও ভোলার নয়।

[আরও পড়ুনঃ Dragon fruit cultivation: দু’বিঘা জমিতে ড্রাগন ফল চাষ করে তাক লাগিয়ে দিলেন মালদার পুলিশকর্মী]

তবে এই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এবার বোমাতঙ্কের ছায়া পড়ল ইন্ডিগোর (Indigo) উপর। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে যে মঙ্গলবার ৬ই ২৭০৬ বিমানটিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সেটির মাসকাট থেকে কোচি হয়ে দিল্লি যাওয়ার কথা ছিল। যখন হুমকি আসে তখন বিমানটি টেক অফ করে ফেলেছে কোচি থেকে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে জরুরি অবতরণ করা হয় নাগপুরে এবং তড়িঘড়ি যাত্রীদের নামানো হয়। এরপরই শুরু হয় জোরদার তল্লাশি। তবে এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/]

বলা বাহুল্য, যে হারে বিমানগুলিতে যান্ত্রিক ত্রুটি ও বোমাতঙ্কের খবর আসছে, তাতে আগামী দিনে কেউ প্লেনে সহজে সফর করবেন কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন। এবার দেখার বিষয় যে দেশের সরকারের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় এগুলি রুখতে। কি কারনে এমনটা ঘটছে বা কাদের হাত রয়েছে এই সবকিছুর পেছনে, সেটাই দেখার।