ad
ad

Breaking News

Kupwara

জম্মু-কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ রুখল সেনা, গুলির লড়াইতে মৃত ২

শ্রীনগরের চিনার কোর এক্স হ্যান্ডলে শনিবার জানিয়েছে, যৌথবাহিনী গুগলধরে অভিযানে যেতেই তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এক দল জঙ্গি। তারা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢোকার চেষ্টা করছিল।

Indian army foiled infiltration in Jammu and Kashmir, killed two terrorists

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk, Barsa Sahoo : জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি অনুপ্রবেশ রুখল সেনা। ফের একবার বিরাট সাফল্য সেনার। জানা যায়, এক দল জঙ্গি কাঁটাতার পেরিয়ে কুপওয়ারা হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। তবে গোপন সূত্রে সেনার কাছে খবর আসে, জঙ্গিরা ফের অনুপ্রবেশের চেষ্টা করছে। তারা কুপওয়ারার গুগলধর হয়ে ঢোকার চেষ্টা চালাচ্ছে। এই খবর আসা মাত্রই তৎক্ষনাৎ পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় সেনারা। সেনা সূত্রে খবর, হত দুই জঙ্গির কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র, প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছে। এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

[ আরও পড়ুন : ৪০০ বছরের পুরনো রীতিতেই হবে পুজো ]

শনিবার শ্রীনগরের চিনার কোর এক্স হ্যান্ডলে একটি ট্যুইট করেছেন। তাতে জানানো হয়েছে, এক দল জঙ্গি তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ঘটনাটি ঘটে যৌথবাহিনী গুগলধরে অভিযানে যাওয়ার পরেই। তারা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল বলেই খবর। জঙ্গিদের কাছে প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক মজুত ছিল। তবে এত চেষ্টার পরেই সফল হয়নি তারা। জঙ্গিরা যখন যৌথবাহিনীদের ওপর আক্রমন করে তখন তারাও পাল্টা জবাব দেয়। দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গুলির লড়াই চলার পর দুই জঙ্গি নিহত হয়। সংঘর্ষের জেরেই তাদের মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রে খবর। জঙ্গিদমনে এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন গুগলধর’।

[ আরও পড়ুন : টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, দার্জিলিং-এর লোধামার ধোত্রেতে ধস ]

প্রসঙ্গত, এই ঘটনা আজকেই নতুন নয়। এর আগেও বহুবার জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করছিল। গত মাসে জম্মু ও কাশ্মীরের বারামুলায় রাতভর অভিযান চালানোর পর ১৫ অক্টোবর সেনার তরফে জানানো হয়েছিল, উপত্যকায় গুলির লড়াইতে মৃত্যু হয়েছিল তিন জঙ্গির। এই অভিযানেরই এবার একটি ফুটেজ প্রকাশ্যে এসেছিল। ড্রোন ক্যামেরায় তোলা সেই ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল, একদমই ঘরের মধ্য থেকে দৌড়ে বেরিয়ে এসে বাড়ির এক প্রান্তে গাছের আড়ালে যাওয়ার চেষ্টা করছে জঙ্গিরা। ঘটনা নজরে আসতেই শুরু হয়েছিল গুলিবর্ষণ। নিরাপত্তা রক্ষীদের গুলিবর্ষণে ওই অবস্থাতেই ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করেছিল জঙ্গি। তবে পালানোর চেষ্টা করলে ব্যর্থ হয় তারা। কয়েক পা এগোতে না এগোতেই হুমড়ি খেয়ে পড়ে যায়। ওই অবস্থাতেই কয়েক মিটার হামাগুড়ি দিয়ে এগানোর চেষ্টা করে তবে গুলি এবং বৃষ্টির মধ্যে পড়ে নির্মমভাবে মৃত্যু হয় ওই জঙ্গির।