ad
ad

Breaking News

narendra modi

বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেটে দলের সঙ্গে দেখা করতে পারেন মোদি

সেই কারণে টিম ইন্ডিয়ার মহিলা ব্রিগেডকে প্রধানমন্ত্রীর দফতর থেকে আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে সংবাদমাধ্যম সূ্ত্রে।

india-women-world-cup-victory-2025

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: গত রবিবার ভারতীয় ক্রিকেট মহল তো বটেই বিশ্ব ক্রিকেটের জগতে নতুন ইতিহাস রচনা করেছে উইমেন ব্লুজ ব্রিগেড। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মত বিশ্ব সেরার তকমা আদায় করে নিয়েছে হরমনপ্রীত-স্মৃতি, দীপ্তি-রীচা-শেফালিরা। তাঁদের এই সাফল্যে দারুণ উচ্ছ্বসিত হয়ে সোশ্যাল মিডিয়ায় গোটা দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী নাকি সদ্য বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সঙ্গে দেখাও করতে পারেন। সেই কারণে টিম ইন্ডিয়ার মহিলা ব্রিগেডকে প্রধানমন্ত্রীর দফতর থেকে আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে সংবাদমাধ্যম সূ্ত্রে। এবং আরও জানা গিয়েছে, রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার পরই দলের ক্রিকেটাররা যে যার বাড়িতে ফিরে যাবেন।

 এদিকে সোমবার এক অনুষ্ঠানে যোগদান করেও প্রধানমন্ত্রীর কথায় শোনা গেল হরমনপ্রীত-রীচাদের বিশ্বকাপ জয়ের প্রসঙ্গও। নমো বলেন,  ‘গত রবিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ভারতের মহিলা দল অসাধারণ জয় ছিনিয়ে নিয়ে বিশ্বকাপ জয় করেছে তা এক কথায় অসাধাণ। এবং এই জয়ের পর গোটা দেশবাসী তাঁদের জন্য গর্বিত।’

শুধু প্রধানমন্ত্রীই নন, এবার হরমনপ্রীতদের ট্রফি জয়ের প্রশংসা করে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লাও। সোশ্যাল মিডিয়ার মাধ্যমনে হরমনপ্রীত-রীচা-শেফালি-দীপ্তিদের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘তোমাদের এই জয় গোটা দেশবাসীর মন জয় করে নিয়েছে।’