গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: ‘অপারেশন সিঁদুর’ কে কেন্দ্র করে উত্তপ্ত ভারত ও পাকিস্তান, দুই দেশের রাজনীতি। মাঝেমধ্যেই দু’পক্ষ একে অপরকে হুঁশিয়ারি দিয়ে চলেছে। এরই মাঝে এক মন্তব্য করে বসলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ (Asif Remark)। কী বক্তব্য তাঁর? দেশের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে ঔরঙ্গজেবের আমল ছাড়া ভারত কখনও সত্যিকারের ঐক্যবদ্ধ হয়নি। এই কথায় সোরগোল পড়েছে গোটা নেট দুনিয়ায়।
আরও পড়ুনঃ Sundarban: ভূমিকম্প-সহ ঝঞ্ঝা সামলাতে জাপানি মডেল সুন্দরবনে! বাঁশ-খড়-দড়িতে তৈরি হচ্ছে ঘর
খোয়াজা আসিফ বলেন, “ইতিহাস সাক্ষী ভারত কখনও ঐক্যবদ্ধ হয়নি সত্যিকারের। একমাত্র ঔরঙ্গজেবের আমল ছাড়া।” এখানেই থেমে যাননি তিনি। এরপর আরও বলেন, “আল্লাহের নামে সৃষ্টি হয়েছিল পাকিস্তান। নিজেদের মধ্যেই আমরা প্রতিদ্বন্দিতা ও ঝগড়া করি। কিন্তু যখন সময় আসে ভারতের বিরুদ্ধে লড়াই করার, তখন আমরা ঐক্যবদ্ধ হয়ে উঠি বরাবরই।” আসিফের এমন মন্তব্য ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। দ্রুতই ভাইরাল হয়ে যায় চারিদিকে। এরপর হাসির রোল পরে নেটপাড়ায়। (Asif Remark)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
যদিও এই প্রথমবার নয়, এর আগেও আজব মন্তব্য করেন আসিফ, যার ফলে বেকায়দায় পড়তে হয় পাকিস্তানকে। বরাবরই তারা দাবি করে এসেছে যে তারা মদত দেয় না সন্ত্রাসকে। কিন্তু আসিফ বিস্ফোরক মন্তব্য করে বসেন অপারেশন সিঁদুরের সময়ে। তিনি বলেন, “এটা সত্য যে পাকিস্তান সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে পরিচিত। লাগাতার পাকিস্তানকে দায়ী করে এসেছে আন্তর্জাতিক মহল। জঙ্গিদের পরিবারের সদস্যরা যে পাকিস্তানেই থাকে, তা একেবারে ঠিক। কিন্তু পাকিস্তান ও সন্ত্রাসবাদের মধ্যে কোনও সম্পর্ক নেই।” এই মন্তব্যের জেরে চরম কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। কিন্তু তিনি তা গুরুত্ব দেননি। (Asif Remark)