ad
ad

Breaking News

Uttarakhand

Uttarakhand: উত্তরকাশীতে তীর্থযাত্রী বোঝাই বাস খাদে, মৃত ৩ মহিলা ,আহত বহু

এক মর্মান্তিক দুর্ঘটনা সাক্ষী রইল উত্তরকাশি। গঙ্গোত্রী থেকে উত্তরকাশীগামী বাসে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে

In Uttarkashi, bus loaded with pilgrims falls into ditch, 3 women dead, many injured

সংগৃহীত

Bangla Jago Desk: এক মর্মান্তিক দুর্ঘটনা সাক্ষী রইল উত্তরকাশি। গঙ্গোত্রী থেকে উত্তরকাশীগামী বাসে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে । ওই বাসটিতে চালকসহ মোট ২৯ জন যাত্রী ছিল বলে জানা যাচ্ছে। এই দুর্ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বুধবার পুলিশে তরফ থেকে জানানো হয়েছে, উত্তরাখণ্ডের গঙ্গোত্রী জাতীয় মহাসড়কে গাংনানির কাছে বাসের চালক বাসটি নিয়ন্ত্রণ হারায়। এই দুর্ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঘাটে পড়ে যায়। এই দুর্ঘটনায় তিনজন মহিলা মারা যায় পাশাপাশি ২৬ জন আহত হয়। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে গাংনানী থেকে ৫০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশে তরফ থেকে জানানো হয়েছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইরে চলে যায়। পাশাপাশি , বাসটি খাদে পড়ে যায়। খাদে পড়ে বাসটি একটি গাছে আটকে পড়ে। পুলিশ ও স্থানীয়দের তরফ থেকে জানানো হয়েছে, গাছে আটকে যাওয়ায় এই দুর্ঘটনায় বাসটি ভাগীরথী নদীতে বাসটি না পড়ায় , এই দুর্ঘটনায় অনেকে বেঁচে গেছে। পাশাপাশি এই দুর্ঘটনায় আহত সকল যাত্রীতের স্থানীয় বাসিন্দারা পুলিশের সহযোগিতায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

পাশাপাশি এই দুর্ঘটনায় পুলিশের তরফ থেকে এক পুলিশকর্মী জানেন তৎপরতার সাথে উদ্ধার ও ত্রাণ কাজ তারা চালাচ্ছে। পাশাপাশি এই দুর্ঘটনায় ২৬ জন আহতদের মধ্যে 12 জনের অবস্থা গুরুতর বলে জানানো হচ্ছে ।পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, গুরুতর আহত 12 জনকে ঋষিকেশের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশে তরফ থেকে আরো জানানো হয়েছে এই দুর্ঘটনায় মৃতদের নাম হল – দীপা ভারসালিয়া বয়স ৫৫, মীনা রেকওয়াল। এই দুইজন হলদ্বানির বাসিন্দা পাশাপাশি এই দুর্ঘটনায় মারা যায় উধম সিং নগর জেলার রুদ্রপুরের বাসিন্দা নিমা কেদা , বয়স ৫৭। এছাড়াও , এই দুর্ঘটনায় বেশিরভাগ আহতরা উত্তরাখণ্ডের রুদ্রপুর, হলদওয়ানি ও লালকুয়ানের বাসিন্দা। তবে উত্তরপ্রদেশের পুলিশ সুপার অর্পণ যদুবংশী আহতদের সাথে কথা বলেছে এবং তিনি জানিয়েছেন এই দুর্ঘটনারটি ব্রেকফেলের ফলে ঘটতে পারে বলে মনে করা হচ্ছে