ad
ad

Breaking News

By Election2024

By Election2024: দেশের ৭রাজ্যের ১৩টি বিধানসভা আসনে,নির্বিঘ্নে উপ-নির্বাচনের ব্যবস্থা কমিশনের

লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই এবার বিধানসভার উপ- নির্বাচন।দেশের ৭রাজ্যের ১৩টি বিধানসভা আসনে উপ-নির্বাচনের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন

In 13 assembly constituencies of 7 states of the country, the system of by-elections is smooth.

সংগৃহীত

Bangla Jago Desk: লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই এবার বিধানসভার উপ- নির্বাচন।দেশের ৭রাজ্যের ১৩টি বিধানসভা আসনে উপ-নির্বাচনের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ১৩টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৪আসন,হিমাচল প্রদেশে ৩টি আসন, উত্তরাখণ্ডে ২টি আসন,পঞ্জাব –বিহার-তামিলনাড়ু-মধ্যপ্রদেশের ১টি করে আসনে ভোটের ব্যবস্থা করা হয়েছে।

যার মধ্যে ৪টি রাজ্যে ইন্ডিয়া জোটের শাসনাধীনে রয়েছে,বাকি রাজ্যে বিজেপির শাসন বজায় রয়েছে। পশ্চিমবঙ্গের ৪আসনের মধ্যে রয়েছে রাণাঘাট দক্ষিণ,মানিকতলা,রায়গঞ্জ ও বাগদা।এই ৪টি আসনে মূলতঃ তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই হচ্ছে। মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডে প্রয়াত হওয়ায় আসনটি শূন্য হয়।সেই আসনে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন।আর বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন কল্যাণ চৌবে।অন্যদিকে,রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী,রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী ও বাগদায় বিশ্বজিত দাস লোকসভায় লড়ার জন্য তাঁদের বিধায়ক পদ ছেড়ে দেন।তাই এই ৩টি আসন শূন্য হয়।৪কেন্দ্র দখলে রাখার জন্য   দুই শিবিরই প্রচারে ঝড় তোলার চেষ্টা করে।লোকসভায় এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ২৯টি আসন পাওয়ার পর ঘাসফুল শিবির অনেকটাই চাঙ্গা রয়েছে।

পশ্চিমবঙ্গ ছাড়াও ভোট হচ্ছে হিমাচল প্রদেশের দেহরা,হামিরপুর, নালাগড়ে।সেখানে কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই হচ্ছে।লড়াইতে   রয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর।তিনি দাঁড়িয়েছেন দেহরা বিধানসভা কেন্দ্র থেকে। এই বিষয়ে বিজেপি প্রার্থী কমলেশ জানিয়েছেন, এবার দেহরার মানুষ মুখ্যমন্ত্রীর জন্য ভোট দেবেন,অন্য কোনও কারণে ভোট দেওয়ার বিষয়টি এরমধ্যে নেই।যদিও বিরোধীরা বলছে,উপ-নির্বাচনেও বিজেপির ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে।  পঞ্জাবে আম আদমি পার্টির সঙ্গে বিজেপির লড়াই জোরদার হচ্ছে।তাই সবমিলিয়ে ১৩টি আসনের মধ্যে কে কটা আসন দখলে রাখতে পারে সেটাই দেখার।