ad
ad

Breaking News

Jharkhand

Jharkhand: ঝাড়খণ্ডে পরিত্যক্ত খনিতে ধস! মৃত ১, বহু শ্রমিক আটকে থাকার আশঙ্কা

জানা যায়, বেআইনি খননকাজ চলাকালীন ওই খনির ছাদের একাংশ ধসে গিয়ে ঘটে বিপত্তি।

Jharkhand: llegal Mining Collapse in Jharkhand Kills 1

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: পরিত্যক্ত কয়লাখনিতে ধস। দুর্ঘটনার কবলে বেশ কয়েকজন শ্রমিক। শনিবার ভোরে ঝাড়খণ্ডের রামগড় জেলায় ঘটে যাওয়া ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। উদ্ধার করা হয় ১ জনের মৃতদেহ। ওই পরিত্যক্ত কয়লাখনিতে অবৈধভাবে খননকাজ চালানোর অভিযোগ উঠছে (Jharkhand)।

আরও পড়ুনঃ Chelsea F.C: আর্থিক অনিয়মের অভিযোগে উয়েফার শাস্তির মুখে দুই ক্লাব

জানা যায়, বেআইনি খননকাজ চলাকালীন ওই খনির ছাদের একাংশ ধসে গিয়ে ঘটে বিপত্তি। যার জেরে বেশকিছু শ্রমিকের সেখানে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হয়। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে একজনের মৃতদেহ। চলছে উদ্ধারাভিযান। এখনও পর্যন্ত সেখানে বহু শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে (Jharkhand)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

প্রসঙ্গত, বিগত একদশকে ঝাড়খণ্ডের অবৈধ কয়লাখনিতে একাধিকবার ঘটেছে ধসের ঘটনা। অবৈধ খননের কারণে রাস্তা, বসতি ও কৃষিজমিতে ধস নামে। তবে অভিযোগ উঠছে, রাজনৈতিক পদে ও পুলিশ প্রশাসনের যোগসাজশে বেড়েই চলেছে কলা মাফিয়াদের দৌরাত্ম। স্থানীয়দের একাংশ জানায়, ‘পরিত্যক্ত’ ঘোষিত হওয়া কয়লাখনিগুলিতে অবৈধ খনন চলার প্রধান কারণই হল পুলিশ এবং ইসিএল কর্তৃপক্ষের নজরদারির অভাব। রামবগড়ের ডেপুটি কমিশনার জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হয় উদ্ধারকারী দলের বিশেষপ্রাশসনিক দল (Jharkhand)।