ad
ad

Breaking News

ICSE and ISC 2024 Result Date

ICSE and ISC 2024 Result Date : সোমবার আইসিএসই এবং আইএসসি পরীক্ষার প্রকাশিত হবে, কখন ঘোষিত হবে রেজাল্ট? কোথায় ও কীভাবে দেখবেন? জানুন বিস্তারে

কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org এবং results.cisce.org থেকে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল দেখা যাবে।

ICSE and ISC exams will be released on Monday, when will the results be announced? Where and how to see?

Bangla Jago Desk, মৌ বসু : সোমবার আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে। রবিবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ১১ টায় আইসিএসই পরীক্ষা (দশম শ্রেণির বোর্ড পরীক্ষা) এবং আইএসসি পরীক্ষার (দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা) ফল ঘোষণা করা হবে। কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org এবং results.cisce.org থেকে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল দেখা যাবে। আইসিএসই পরীক্ষা (দশম শ্রেণির বোর্ড পরীক্ষা) এবং আইএসসি পরীক্ষার (দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা) ফল রিভিউও করা যাবে। কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের তরফে জানানো হয়েছে, ‘রি-চেকিং’-র জন্য প্রতিটি বিষয়ে ১,০০০ টাকা লাগবে। আর পুর্নমূল্যায়ন বা ‘রি-ইভালুয়েশন’-র জন্য ১,৫০০ টাকা লাগবে বলে জানানো হয়েছে। পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পরেই কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইটে ‘রি-চেকিং’-র লিঙ্ক সক্রিয় হয়ে যাবে। আগামী ১০ মে পর্যন্ত সেই আবেদন করা যাবে। তার চার সপ্তাহের মধ্যে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ‘রি-চেকিং’-র ফল ঘোষণা করা হবে। তাতে সন্তুষ্ট না হলে পুর্নমূল্যায়নের জন্য আবেদন করা যাবে। কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org-র ‘Public Services’-তে গিয়ে সেই আবেদন করতে পারবে। ‘রি-চেকিং’-র ফল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে পুর্নমূল্যায়নের জন্য আবেদন করতে হবে। তার তিন সপ্তাহ পরে পুর্নমূল্যায়নের ফল ঘোষণা করবে কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন। পরীক্ষার্থীরা নিজেদের নম্বর ভালো করতে চায়, তারা সর্বাধিক দুটি বিষয়ে ‘ইমপ্রুভমেন্ট’ পরীক্ষা দিতে পারবে। আগামী জুলাইয়ে সেই পরীক্ষা নেবে কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন।

কীভাবে ICSE এবং ISC পরীক্ষার ফল দেখতে হবে?
১) www.cisce.org এবং results.cisce.org-তে যেতে হবে। ICSE পরীক্ষার ফল দেখার জন্য ICSE Result 2024 লিঙ্কে ক্লিক করতে হবে পরীক্ষার্থীদের। আর দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য ISC Result 2024 লিঙ্কে ক্লিক করতে হবে।
২) নয়া একটি পেজ খুলে যাবে। নিজেদের ইউনিক আইডি (Unique ID), ইনডেক্স নম্বর (Index Number) এবং ক্যাপচা দিয়ে ‘Submit’ করতে হবে।
৩) স্ক্রিনে আইসিএসই পরীক্ষা বা আইএসসি পরীক্ষার ফল দেখা যাবে। আর ভবিষ্যতের জন্য মার্কশিট প্রিন্ট করে রাখা যাবে। সেজন্য ‘Print’ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আইসিএসই পরীক্ষা বা আইএসসি পরীক্ষার মার্কশিট প্রিন্ট হয়ে যাবে।