ad
ad

Breaking News

HPCL

HPCL Recruitment: রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সংস্থায় ৪৩৫ শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিডিএল) হল রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সংস্থা। এইচপিসিএলে ৪৩৫ শূন্যপদে নিয়োগ করা হবে। ১ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে

HPCL Recruitment 2024: Apply for 435 Vacancies by June 30

Bangla Jago Desk: হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিডিএল) হল রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সংস্থা। এইচপিসিএলে ৪৩৫ শূন্যপদে নিয়োগ করা হবে(HPCL)। ১ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। ৩০ জুন পর্যন্ত আবেদন করা যাবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, এক্সিকিউটিভ অ্যাসিসট্যান্ট পদে ১০, জুনিয়র এক্সিকিউটিভ সিভিল পদে ৫০, জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল পদে ১৫, জুনিয়র (HPCL)এক্সিকিউটিভ কোয়ালিটি কন্ট্রোল পদে ১৯, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে ৯৮, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে ৩৫, সিভিল ইঞ্জিনিয়ার পদে ১৬, কেমিক্যাল ইঞ্জিনিয়ার পদে ২৬, চাটার্ড অ্যাকাউন্ট পদে ২৪, অফিসার, এইচআর পদে ৬, অফিসার, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পদে ১টি শূন্যপদ রয়েছে।

আরও পড়ুন: Patharpratima Incident: ১টাকার কয়েনের উপর ১৫টি দেশের পাতাকা এঁকে তাক লাগাল খুদে শিল্পী

অ্যাসিসট্যান্ট অফিসার পদে ২, ল’ অফিসার পদে ২, সেফটি অফিসার (উত্তর প্রদেশ) পদে ২, সেফটি অফিসার (তামিলনাড়ু) পদে ৩, বিভিন্ন বিভাগের সিনিয়র অফিসার পদে ৪১, চিফ ম্যানেজার/ ডেপুটি জেনারেল ম্যানেজার পদে শূন্যপদ ২। ম্যানেজার টেকনিক্যাল পদে ৩, ম্যানেজার সেলস পদে ১, বিভিন্ন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার পদে ৩ ও জেনারেল ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট হেড পদে শূন্যপদ ১। (HPCL)আইএস অফিসার পদে ১০ ও আইএস সিকিউরিটি অফিসার পদে শূন্যপদ ১। এক্সিকিউটিভ অ্যাসিসট্যান্ট পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে থেকে যে কোনো শাখায় স্নাতক হতে হবে।

জুনিয়র এক্সিকিউটিভ সিভিল পদে আবেদনের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে। জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল পদে আবেদনের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে। জুনিয়র এক্সিকিউটিভ কোয়ালিটি কন্ট্রোল পদে আবেদনের জন্য রসায়নে স্নাতক হতে হবে। মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/সিভিল/কেমিক্যাল ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদনের জন্য সিএ, স্নাতক ও আইসিএআই সদস্য হতে হবে।

এইচআর ম্যানেজার পদে আবেদনের জন্য এমবিএ (এইচআর)/পিজি ইন এইচআর /পার্সোনাল ম্যানেজমেন্ট ডিগ্রি থাকতে হবে। (HPCL) অফিসার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পদে আবেদনের জন্য ৪ বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ও পিজি ইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। বয়স হতে হবে ২৫ বছরের ঊর্ধ্বে। বেতন মিলবে মাসে ৩০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ২০ হাজার টাকা।

Bangla Jago FB: https://www.facebook.com/Banglajagotvofficial

কীভাবে করবেন আবেদন? কীভাবে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে?

৩০ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট (www.hindustanpetroleum.com) এর মাধ্যমে। বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। অসংরক্ষিত, ওবিসি, আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য আবেদনমূল্য ১১৮০ টাকা। তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য কোনো আবেদনমূল্য লাগবে না।

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, নেট পরীক্ষার নম্বর, টাইপিং পরীক্ষা, গ্রুপ টাস্ক, গ্রুপ ডিসকাশন, মানসিক ক্ষমতা যাচাই,(HPCL) পার্সোনাল ইন্টারভিউ, টেকনিক্যাল ইন্টারভিউ, নকল কোর্ট, শারীরিক পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।