ad
ad

Breaking News

Shivaji Statue

Shivaji Statue: মাত্র ৮ মাস আগের মূর্তি ভাঙল কিভাবে? গ্রেফতার শিবাজি মূর্তির ভাস্কর

অবশেষে গ্রেফতার করা হল মহারাষ্ট্রের শিবাজি মূর্তির ভাস্করকে

How did the statue break just 8 months ago? Sculptor of Shivaji idol arrested

সংগৃহীত

Bangla Jago Desk: অবশেষে গ্রেফতার করা হল মহারাষ্ট্রের শিবাজি মূর্তির ভাস্করকে। মাত্র ৮ মাস আগে বানানো শিবাজির মূর্তি কিভাবে ভেঙে পড়তে পারে হুড়মুড়িয়ে এই নিয়ে নানা মহলে শুরু হয়েছিল আলোচনা। এই মূর্তি তৈরি করতে বরাদ্দ হয়েছিল ৩৩৬ কোটি টাকা, তার মধ্যে খরচ হয়েছে দেড় কোটি টাকা। বাঁকি টাকা নিয়ে কি করা হয়েছে সেই নিয়ে উঠছে প্রশ্ন।  

গ্রেফতার করা হল মহারাষ্ট্রের শিবাজি মূর্তির ভাস্করকে। অবৈধ ভাবে মূর্তি নির্মাণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে জয়দীপ আপ্তেকে। তার সংস্থাই এই মূর্তি তৈরি করেছিল বলে দাবি। যদিও মূর্তি ভেঙে পড়া সম্পর্কে তিনি আগে থেকে অবগত ছিলেন না।    

২৬ অগাস্ট ২০২৪, দুপুর ১ টা নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার রাজকোট দূর্গে মহা ধুমধামে তৈরি হওয়া শিবাজি মূর্তি। মাত্র ৮ মাস আগের কথা, মহা সমারোহে উদ্বোধন হয়েছিল এই বিশাল উঁচু শিবাজি মূর্তি। এক কথায় এই মূর্তি ছিল মারাঠাদের আবেগের সঙ্গে জড়িত।

প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করেছিলেন এই মূর্তি। মূর্তি ভেঙে পড়তেই শুরু হয়েছিল নানা সমালোচনা, বাদ যায়নি রাজনৈতিক তরজাও। অভিযোগ উঠছিল এই মূর্তি বৈধ উচ্চতার চেয়ে ৬ গুণ বেশি উঁচু তৈরি করা হয়েছিল। তাহলে কি অবৈধ নির্মাণের জেরেই ঘটল এমন ঘটনা? এই ঘটনায় মূর্তির ভাস্করকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। এই মূর্তি ছিল ৩৫ ফুটের। যা বৈধ উচ্চতার চেয়ে অনেকটাই বেশি।

এই ঘটনায় বিরোধী শিবির অভিযোগের তীর তোলে এনডিএ সরকারের বিরুদ্ধে। যে সমস্ত স্টিলে মরচে পড়েছে সেই স্টিল দিয়ে তৈরি হয় এই মূর্তি এমনকি নিম্নমানের নাটবল্টু ব্যবহার করা হয়েছে। অনুমুতি ছিল ৬ ফুটের মাটির মূর্তি তৈরি করার, অবশেষে দেখা গেল ৩৫ ফুটের স্টিলের মূর্তি গড়া হয়েছে। অন্যদিকে মহারাষ্ট্রে কংগ্রেসের দাবি, এই মূর্তি তৈরি জন্য টাকা বরাদ্দ ছিল ২৩৬ কোটি টাকা। কিন্তু মূর্তি তৈরিতে খরচ হয়েছে মাত্র দেড় কোটি টাকা। এক্ষেত্রে অভিযোগ উঠছে বড়সড় দুর্নীতির। অবশেষে গ্রেফতার মহারাষ্ট্রের শিবাজি মূর্তির ভাস্করকে।