ad
ad

Breaking News

নৌকোডুবি

বিহারে ভয়াবহ নৌকাডুবি,ঘটনায় প্রাণ বলী যায় ২ জনের 

Bengla Jago Desk: পারাপারের একমাত্র ভরসা নৌকা। বিহারের সরণ জেলায় সরযূ নদী পারাপার করতে গিয়ে ঘটল বিপত্তি। নৌকাডুবির ঘটনায় প্রাণ বলী যায় ২ জনের। নিখোঁজ আরও ৭ জন। মাঝ নদীতে নৌকাডুবি হওয়ার পরই তড়িঘড়ি প্রশাসনের তরফ থেকে দ্রুত উদ্ধাকারী বাহিনী পাঠান হয়। সন্ধে সাড়ে ৬ টা নাগাদ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। বিহারের সরণ জেলার মাতিয়ার […]

Bengla Jago Desk: পারাপারের একমাত্র ভরসা নৌকা। বিহারের সরণ জেলায় সরযূ নদী পারাপার করতে গিয়ে ঘটল বিপত্তি। নৌকাডুবির ঘটনায় প্রাণ বলী যায় ২ জনের। নিখোঁজ আরও ৭ জন। মাঝ নদীতে নৌকাডুবি হওয়ার পরই তড়িঘড়ি প্রশাসনের তরফ থেকে দ্রুত উদ্ধাকারী বাহিনী পাঠান হয়। সন্ধে সাড়ে ৬ টা নাগাদ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। বিহারের সরণ জেলার মাতিয়ার ঘাট থেকে ১৮ জন যাত্রীকে নিয়ে ছাড়ে ওই নৌকা।

মাঝ নদীতে গিয়ে সামলাতে না পেরে উল্টে যায় নৌকা। নৌকায় থাকা ৯ জন যাত্রী কোনরকম ভাবে সাঁতরে পাড়ে উঠে নিজেদের প্রাণ বাঁচালেও বাকি ৯ জন আর ফিরতে পারেনি। সারাক্ষণ উদ্ধার কাজ চালানোর পর মেলে দুই মহিলার মৃতদেহ। সরণ জেলার জেলা শাসক আমন সমীর জানিয়েছেন স্থানীয়দের কাছ নৌকাডুবির খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল।

নিখোঁজ যাত্রীদের খোঁজার জন্য নদীতে নামান হয়েছে ডুবুরি। মৃতদের পরিচয় পত্র জানার চেষ্টা করছে পুলিশ। কিভাবে এই দুর্ঘটনা ঘটল সেই বিষয় নিয়েও খতিয়ে দেখছে পুলিশ। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন নিখোঁজ হওয়া ব্যক্তিদের বাঁচার সম্ভাবনা নেই। তবে উদ্ধারকাজ শেষ না হওয়া অব্দি সরকারি ভাবে মৃতের সংখ্যা ঘোষণা করা হবে না ।

Free Access