ad
ad

Breaking News

HMPV

এবার অসমে মিলল এইচএমপিভি! আক্রান্ত ১০ মাসের শিশু

দেশের বিভিন্ন প্রান্তে এইচএমপিভি-র হদিশ মিলেছে

HMPV found in Assam! 10-month-old baby infected

চিত্র : নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: দেশজুড়ে উদ্বেগ বাড়ছে এইচএমপি ভাইরাস নিয়ে। এবার অসমে থাবা বসাল এই ভাইরাস। ১০ মাসের এক শিশুর শরীরে  ভাইরাসের সন্ধান মিলেছে। এই নিয়ে অসমের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। তিনি বলেন, ‘‘এইচএমপি নতুন নয় একেবারেই। রাজ্য সরকার এ বিষয়ে সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। কেন্দ্রীয় সরকার এইচএমপি নিয়ে যে নির্দেশিকা জারি করেছে, তা কার্যক্ষেত্রে প্রয়োগ করতেও আমরা প্রস্তুত।’’

[আরও পড়ুন : ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আফগানিস্তানে, হামলা চালিয়েছে পাকিস্তান]

ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে এইচএমপিভি-র হদিশ মিলেছে। তবে জানা যায়, এটা নতুন কোনও ভাইরাস নয়। ২০০১ সালে এই ভাইরাসের খোঁজ মিলেছিল। বিশেষ করে শিশুরা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। ২০২৫ সালে এখনও পর্যন্ত মোট ১১ জনের শরীরে এই ভাইরাস মিলেছে। আক্রান্ত শিশুদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

[আরও পড়ুন : স্বপ্নপূরণের অপেক্ষায় দেশবাসী, রাজ্যের খরচেই ‘গঙ্গাসাগর সেতু’]

২০১৯ সালের শেষের দিকে চিনে করোনার দাপাদাপি শুরু হয়। তারপর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে কোভিড ১৯। মৃত্যু হয় লক্ষ লক্ষ মানুষের। দিকেদিকে হাহাকার, স্বজনহারার আর্তনাদ। ২৪-এর শেষে এইচএমপির ভাইরাস দাপট দেখায় চিনে। তারপরেই উদ্বেগ বাড়ে ভারতে। এ দেশে প্রথম কেসটি ধরা পড়ে বেঙ্গালুরুতে। তারপর গুজরাত, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এইচএমপিভি-র খোঁজ মিলেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। তবে, সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।