ad
ad

Breaking News

Himachal

Himachal: হড়পা বানে মৃত্যু হল একই পরিবারের সকলের, প্রাণে রক্ষা পেল ১১ মাসের শিশু

আচমকাই তাদের বাড়িতে ঢুকতে শুরু করে জল।

himachal-pradesh-flash-flood-baby-survives-tragedy

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। তবে শুধুমাত্র বৃষ্টিই নয়, সেইসঙ্গে হড়পা বান ও ভূমিধসের জন্যও বিপর্যস্ত জনজীবন। এই প্রকৃতিক দুর্যোগের দাপট শুরু হয় ২০ জুন থেকে। সেইসময় থেকে এখনও পর্যন্ত প্রায় ৭৫ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যেই গত ৩০ জুন হড়পা বানে পরিবারের সকলের মৃত্যু হলেও অশ্চর্যজনক ভাবে ১১ মাসের এক শিশু কন্যা প্রাণে বেঁচে যায়। সেই খবর জানাজানি হতেই ওই শিশুকন্যাকে শুরু হয় জোড়দার চর্চা।(Himachal)

[আরও পড়ুনঃ Beach Accident: নিষেধাজ্ঞা উড়িয়ে সমুদ্র বিচে গাড়ি চালাতে গিয়ে বিপত্তি, তারপর কী হল? দেখুন]

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনা ঘটার দিন বাড়িরই এক কোণে ওই একরত্তি ঘুমোচ্ছিল। আচমকাই তাদের বাড়িতে ঢুকতে শুরু করে জল। সেই জলের তোড়ে ওই শিশুর বাবা, মা ও দিদিমা ভেসে যান। বরাতজোড়ে প্রাণে রক্ষা পেয়ে যায় শিশুকন্যাটি। পরদিন সকালে ওই শিশুকন্যার কান্নার আওয়াজ পাওয়ার পরই তাকে উদ্ধার করা হয়।( Himachal)

পুলিশ সূত্রে খবর, ওই শিশুকন্যার নাম নিকিতা। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে তার বাবা রমেশের দেহ। তবে এখনও পর্যন্ত তার মা এবং দিদিমা নিখোঁজ। চলছে ওই দুজনের খোঁজে তল্লাশি।

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]

প্রসঙ্গত, উত্তরের পাহাড়ি এই রাজ্যে বিগত কয়েকদিন যেভাবে একটানা বৃষ্টি চলছে তাতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে মাণ্ডি জেলা। দ্রুততার সঙ্গে চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যে মৌসমভবনের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গাতে।(Himachal)