ad
ad

Breaking News

Hemant Soren

Hemant Soren :গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিমকোর্টে হেমন্ত ১৩মে-র ভোটের আগে মুক্তি চেয়ে আবেদন

প্রতিরক্ষা জমি কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হেমন্ত সোরেন এখন কারাগারে বন্দি রয়েছেন।তাঁকে গ্রেফতার করে ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে ফেব্রুয়ারিতে শীর্ষ আদালতে যান তিনি।

Hemant Soren: Challenging the arrest, Hemant again petitioned the Supreme Court for release before the May 13 polls.

Bangla Jago Desk : প্রতিরক্ষা জমি কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হেমন্ত সোরেন এখন কারাগারে বন্দি রয়েছেন।তাঁকে গ্রেফতার করে ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে ফেব্রুয়ারিতে শীর্ষ আদালতে যান তিনি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন   বিশেষ বেঞ্চ জানায়  , হাই কোর্টে আগে আবেদন জানাতে হবে হেমন্তকে।

হাই কোর্টের এক্তিয়ার শীর্ষ আদালত লঙ্ঘন করবে না।  কিন্তু ৩মে  হাইকোর্ট হেমন্ত সোরেনের আবেদন খারিজ করে দেয়।তাই এবার সুপ্রিমকোর্টে আবেদন করলেন জেএমএমের শীর্ষ নেতা।এবিষয়ে অন্যতম প্রবীণ আইনজীবী কপিল সিব্বল জানান, ১৩মে ঝাড়খণ্ডে নির্বাচন রয়েছে ,তার আগে হেমন্ত সোরেনের মুক্তি মেলা দরকার।এমনকি সিব্বল জানিয়েছেন,প্রধান বিচারপতি দ্রুত শুনানির বিষয়ে সম্মত হয়েছেন।উল্লেখ্য,৩১ জানুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হেমন্ত সোরেন।তিনি প্রশাসনিক দায়িত্ব ছেড়ে আইনি লড়াইয়ের মাধ্যমে গ্রেফতারি নিয়ে সুবিচার পেতে চান।

ইতিমধ্যে ইন্ডিয়া জোটের সদস্যরা অভিযোগ করেছেন,বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা মেটাতেই গেরুয়া শিবির এইভাবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে।হেমন্তের স্ত্রী কল্পনা বিজেপির প্রতিশোধমূলক রাজনীতির জবাব দিতে খনি ও জঙ্গল অধ্যুষিত এলাকার মানুষকে আহ্বান জানিয়েছেন।ভোটের আগে কেজরিওয়ালের মতোই হেমন্তের গ্রেফতারি নিয়ে বিরোধী শিবির আক্রমণের ধার বাড়াচ্ছে।জেএমএম সহানুভূতির হাওয়া তুলতে তৈরি।বিজেপিকে তাঁরা ভোটযুদ্ধে পরাস্ত করার জন্য প্রচারের ঝাঁজ বাড়াচ্ছে।হেমন্তের মুক্তি নিয়ে তাঁরা আশাবাদী।