ad
ad

Breaking News

Sikkim Flood

Sikkim Flood: প্রবল বৃষ্টি সিকিম পাহাড় ও কালিম্পং পাহাড়ে, বন্ধ দশ নম্বর জাতীয় সড়ক

বহাওয়া দপ্তর আগে জানিয়েছিল উত্তরবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টি হবে। ঠিক সেই পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি।

Heavy rains in Sikkim Hills and Kalimpong Hills, National Highway 10 closed

নিজস্ব ছবি

Bangla Jago Desk,বিশ্বজিৎ সরকার,শিলিগুড়ি: আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিল উত্তরবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টি হবে। ঠিক সেই পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সিকিম পাহাড় ও কালিম্পং পাহাড়ের প্রবল বৃষ্টির কারণে জলস্তর বাড়তে শুরু করেছে তিস্তার। গত বছর চৌঠা অক্টোবর তিস্তার ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী ছিল গোটা দেশ। ঠিক সেই স্মৃতিই যেন ফের একবার উস্কে দিচ্ছে।

[ আরও পড়ুন:

চলছে রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন, জয় নিশ্চিত বলে মন্তব্য করলেন মুকুটমণি অধিকারী]

তার কারণ তিস্তা বাজার এলাকা জলমগ্ন। তিস্তা বাজার থেকে দার্জিলিং যাওয়ার পথ আপাতত বন্ধ রাখা হয়েছে পর্যটক ও সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে। অপরদিকে বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ। একদিকে যখন তিস্তা তার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে ঠিক একই রকম সমতলের বিভিন্ন নদী ফুলে ভেসে উঠছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দুদিন আগে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তার জন্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে প্রশাসনিক আধিকারিকদের।

ইতিমধ্যে প্রশাসনিক গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। তবে এদিন সকাল থেকে সিকিমে বা ১০ নম্বর জাতীয় সড়কে ধসের খবর না মেলায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে প্রশাসনিক উচ্চ অধিকারীদের। জোর কদমে চলছে ১০ নম্বর জাতীয় সড়ক মেরামতির কাজ। তবে একটানা যদি বৃষ্টি চলতে থাকে তাহলে মেরামতের কাজ ব্যাঘাত ঘটবে বলে জানিয়েছে প্রশাসনিক আধিকারিকরা।