ad
ad

Breaking News

Uttar Pradesh

Uttar Pradesh: রাজস্থান, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে প্রবল বৃষ্টিতে মৃতের সংখ্যা ৩১

উত্তর ভারতে প্রবল বৃষ্টির জেরে রাজস্থান হিমাচল প্রদেশ উত্তর প্রদেশ পাঞ্জাব জুড়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। চার রাজ্য মিলিয়ে কমপক্ষে 8 জন নিখোঁজ

Heavy rains in Rajasthan, Uttar Pradesh, Himachal Pradesh and Punjab claimed 31 lives

সংগৃহীত

Bangla Jago Desk:উত্তর ভারতে প্রবল বৃষ্টির জেরে রাজস্থান হিমাচল প্রদেশ উত্তর প্রদেশ পাঞ্জাব জুড়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। চার রাজ্য মিলিয়ে কমপক্ষে 8 জন নিখোঁজ। রাজস্থানের বিশেষ করে জয়পুর এবং ভরতপুরে অতী বৃষ্টির জেরে ১৭ জন মারা গেছে পাঁচজন নিখোঁজ। ঝুনঝুনুতে বৃষ্টির জলে ডুবে তিন যুবকের মৃত্যু হয়েছে। গত রবিবার ৩৮০ মিলিমিটার বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কারাউলি জেলায়। বাড়ি ধসে এক ব্যক্তি ও তার দশ বছর বয়সী ছেলের মৃত্যু হয়। যোধপুরে ট্রেকিং এর সময় কৈলানা  ডুবে ১৬ বয়সী যুবক সহ পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আকস্মিক বন্যায় হিমাচলের ২৮৮ টি রাস্তা অবরুদ্ধ

গত দুদিনের প্রবল বর্ষণের ফলে ভূমিদস ও আকস্মিক বন্যার ফলে হিমাচলের ২৮০ টি বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র গত শনিবার দেড়শ টি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। নদী গুলির জলস্তর বাড়ায় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। কুলু মান্ডি ও সিমলা জেলায় কত ৩১ জুলাই আকস্মিক বন্যার পর নিখোঁজ হয়ে যাওয়া প্রায় ৩০ জনকে খোঁজার অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। ইতিমধ্যেই ২৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

[ আরও পড়ুন: R.g.Kar Case: আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী]

বৃষ্টির কারণে ১০০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন২৭ জুন থেকে ৯ ই আগস্ট এর মধ্যে। আনুমানিক ক্ষতির পরিমাণ ৮৪২ কোটি টাকা। বর্তমান বন্ধ থাকার ২৮৮ টি রাস্তার মধ্যে গত শুক্রবার ১৩৮ টি ও গত শনিবার দৃশ্যটি রাস্তা বন্ধ করা হয়েছে। মান্ডিতে ৯৬ টি শিমলায়৭৬ টি কুল্লুতে ৩৭টি সিরমাউরে ৩৩ টি, চাম্বায় ২৬ টি লাহুল এবং স্পিতি সাতটি হরিমপুরে ৫ টি কাংরা এবং কিন্নারে চারটি রাস্তা বন্ধ রাখা রয়েছে।

অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে

ভারী বৃষ্টির কারণে গত রবিবার বালতাল রুটে অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়। কাশ্মীরের বিভাগীয় কমিশনারী জানিয়েছেন গত রবিবার অমরনাথ যাত্রায় পাহলগাম ও বালতাল রুটে ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়েছে। ভারী বৃষ্টির জেরে  তীর্থ যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সোমবার ও এই রুটে যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।