ad
ad

Breaking News

Hathras Jewellery Theft

৫০ লক্ষ টাকার গয়না চুরি, জড়িত গৃহবধূ! হাথরাসে চমকপ্রদ ঘটনা

গত ২৩ অক্টোবর রাতে আক্রামের বাড়ি থেকে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের এই গয়নাগুলো হঠাৎই উধাও হয়ে যায়

Hathras Jewellery Theft 2025: Woman Steals ₹50 Lakh Ornaments

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: উত্তরপ্রদেশের হাথরাসে এক অস্বাভাবিক চুরির ঘটনা সামনে এসেছে, যেখানে দেওরের বিয়ের জন্য রাখা প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের গয়না চুরি করার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ননদের সঙ্গে মনোমালিন্য থাকায় এবং ওই গয়না ননদকে দিতে না চাওয়ায় গৃহবধূ নিজেই এই কাণ্ড ঘটিয়েছেন।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে পুলিশের হানা! লালগোলার বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ বোমা

পুলিশ সূত্রে খবর, দিল্লির মহল্লা নাই বস্তির বাসিন্দা আক্রাম ওরফে কালুয়া তার বোনের বিয়ের জন্য স্বর্ণালঙ্কার তৈরি করিয়েছিলেন, যার মধ্যে ছিল হার, চুড়ি, চেন ও আংটি। আগামী ১১ নভেম্বর ছিল ওই বোনের বিয়ে। কিন্তু গত ২৩ অক্টোবর রাতে আক্রামের বাড়ি থেকে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের এই গয়নাগুলো হঠাৎই উধাও হয়ে যায়।

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/

পরের দিন, আক্রাম হাথরাস গেট থানায় চুরির অভিযোগ দায়ের করেন। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ সুপার (এসপি) চিরঞ্জীব নাথ সিনহা দ্রুত তদন্তের নির্দেশ দেন।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চুরির পিছনে অন্য কারণ রয়েছে। আক্রামের স্ত্রীর সঙ্গে তার ননদের সম্পর্ক ভালো ছিল না। তিনি কোনওভাবেই চাননি যে ওই গয়না তার ননদকে দেওয়া হোক। এই মনোমালিন্যের জেরেই গৃহবধূ নিজেই গয়নাগুলো চুরি করেন এবং নিজের বাবা-মায়ের বাড়িতে পাঠিয়ে দেন।

এরপর আক্রাম তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি চুরির কথা স্বীকার করেন। পুলিশ সুপার সিনহা জানিয়েছেন, “উদ্ধার হওয়া গয়নাগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।” এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।